Ajker Patrika

আ.লীগের বর্ধিত সভায় নেতার ওপর হামলা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ৪৫
Thumbnail image

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এক নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই কুমার সিংহ।

জানা গেছে, ৩ বছর পর জেলা নেতাদের উপস্থিতিতে গতকাল অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে উপজেলা কমিটির সদস্যসহ অনেককে বর্ধিত সভার আমন্ত্রণপত্র না দেওয়ার জেরে সভাস্থলের বাইরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই কুমার সিংহের ওপর হামলার ঘটনা ঘটে। এ প্রসঙ্গে আহত নিমাই কুমার সিংহ বলেন, ‘বর্ধিত সভার আমন্ত্রণপত্র বিলি করার দায়িত্ব আমার না। এটি মূলত সাধারণ সম্পাদক করে থাকেন। তাঁরা ন্যক্কারজনকভাবে আমার ওপর হামলা করেছেন।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এমএ মতিন প্রমুখ।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, ঘটনার পরে বর্ধিত সভা চলমান ছিল। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত