Ajker Patrika

২১ বছর পর মিলল কাঙ্ক্ষিত হুইলচেয়ার

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪: ০১
২১ বছর পর মিলল কাঙ্ক্ষিত হুইলচেয়ার

হাত-পা অচল অবস্থায় জন্ম নিয়েছেন শাহিন আক্তার। কথাও বলতে পারেন না তিনি। প্রতিবন্ধী এ তরুণের বয়স এখন ২১ বছর। এত বছর তাঁকে মা-বাবার কাঁধের চড়েই এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। একটু দূরে কোথাও যেতে হলে কোলে বা ভ্যানে করে তাকে নিতে হতো মা-বাবাকে। ছেলের একটা হুইলচেয়ারের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্যদের কাছে কম হাঁটেননি বাবা রিপন হোসেন। আজ না কাল করে সবাই তাঁকে ফিরিয়ে দিয়েছেন।

শাহিন আক্তার মনিরামপুর উপজেলার ফেদাইপুর গ্রামের রিপন-ফাতেমা দম্পতির বড় ছেলে। তাঁদের ছোট আরও একটি ছেলে আছে। সেও প্রায় দৃষ্টি প্রতিবন্ধী।

ভিটামাটি ছাড়া নিজের একখণ্ড চাষের জমিও না থাকায় অন্যের খেতে শ্রমিকের কাজ করে সংসার চলে রিপন হোসেনের। ভালো উপার্জন না থাকায় নিজেও ছেলের জন্য একটা হুইলচেয়ার কিনে দিতে পারেননি। চলাচলে অক্ষম শাহিন সব সময় বাড়িতেই থাকেন।

হাঁটু গেড়ে এক পা, দুই পা করে কোনো রকম হেঁটে তিনি বাড়ির আশপাশে যাতায়াত করেন।

অবশেষে শাহিনের ভাগ্যে জুটেছে কাঙ্ক্ষিত সেই হুইলচেয়ার। কিছুটা মসৃণ হয়েছে তাঁর চলার পথ। ‘বন্ধন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গতকাল শুক্রবার তাঁকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে।

রিপন হোসেন বলেন, ‘অর্থ কষ্টে ছেলের জন্য একটা হুইলচেয়ার কিনতি পারিনি। কতজনের কাছে গিছি, সবাই আজ না কাল বলে ফিরাই দেছে। ছেলের চলাফিরায় খুব কষ্ট হচ্ছিল। ওরে কাঁধে করে এদিক-ওদিক নেওয়া লাগত। হুইলচেয়ার পেয়ে আমরা খুবই খুশি।’

বন্ধনের সভাপতি মুর্শিদ হাসান ইমন বলেন, ‘বন্ধুদের মাধ্যমে শাহিনের খবর পাই। সরেজমিন তাঁর অসহায়ত্বের কথা ভেবে একটা হুইলচেয়ারের ব্যবস্থা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত