Ajker Patrika

বাবুগঞ্জে ইমামের কবজি কাটায় গ্রেপ্তার ১

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১০: ৪৫
বাবুগঞ্জে ইমামের কবজি কাটায় গ্রেপ্তার ১

বরিশালের বাবুগঞ্জে মসজিদের ইমামের বাম হাতের কবজি ও ডান হাতের দুটি আঙুল কেটে নিয়েছেন এক যুবক। এ ঘটনার পরপরই হামলাকারী বাবলু মাঝিকে (২৮) ধারালো রামদাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত ইমামের নাম ইয়াকুব আলী (৮৬)। তিনি পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-১০ দিন আগে পশ্চিম ইসলামপুর জামে মসজিদে থাকার জন্য ইমামের কাছে বাবুল মাঝি অনুরোধ করেন। কিন্তু ইমাম তাতে রাজি হননি। তা ছাড়া ইমামের নামাজ পড়া নিয়েও বাবুল মাঝির নানা অভিযোগ ছিল। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল মাঝি শুক্রবার রাতে এশার নামাজের পর দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমামের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেন ও অন্য হাতের দুটি আঙুল কেটে ফেলে দেন। গুরুতর অবস্থায় ইমামকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় পাঠানো হয় তাঁকে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পর ইমামের হাত বিচ্ছিন্ন হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল মাঝিকে ওই এলাকার একটি বাগান থেকে আটক করা হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ইমামের হাত কেটে ফেলার দেশি ধারালো অস্ত্রটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। ইমামের ভাই সেলিম ব্যাপারী শনিবার সকালে বাবুল মাঝিকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করেন। পরে আসামিকে দুপুরে বরিশাল আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত