Ajker Patrika

তরুণীর ছবি ফেসবুকে ছড়িয়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ২৬
তরুণীর ছবি ফেসবুকে ছড়িয়ে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. হোসাইন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র‍্যাব। গ্রেপ্তার হোসাইন কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার তরুণীর অভিযোগের বরাত দিয়ে জানান, এক বছর আগে ওই তরুণীর সঙ্গে ফয়সাল নামের এক তরুণের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফয়সাল বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়ার বিষয়টি জানতে পেরে ওই তরুণী তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

নুরুল আবছার বলেন, ফয়সালের কাছে ওই তরুণীর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ছিল। ফয়সাল সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। একই ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক দফা টাকাও আদায় করা হয়। একপর্যায়ে ফয়সালের প্রস্তাবে রাজি না হওয়ায় মো. হোসাইনের মাধ্যমে ওই তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন ফয়সাল। এ ঘটনায় ওই তরুণী গত শুক্রবার কর্ণফুলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় হোসাইনকে গ্রেপ্তারের পর তাঁকে কর্ণফুলী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত