Ajker Patrika

শৌচাগারে ব্যবহারের রিং ভাঙচুরের অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ০৩
শৌচাগারে ব্যবহারের রিং ভাঙচুরের অভিযোগ

নাটোরের লালপুরে শৌচাগার তৈরিতে ব্যবহারের জন্য কাদামাটির তৈরি পাঁচ শতাধিক রিং ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার মাধবপুর পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ধীরেন পাল (৬৫) জানান, সোমবার ভোররাতে মাটির রিং পোড়ানোর উদ্দেশ্যে ছেলে উত্তম কুমার পালকে সঙ্গে নিয়ে কারখানায় যান। গিয়ে দেখেন পাঁচ শতাধিক রিং ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রিং তৈরির কারিগর উত্তম কুমার পাল (৩০) আজকের পত্রিকাকে বলেন, ‘বংশ পরম্পরায় মাটির রিং ও অন্যান্য সামগ্রী তৈরি করে আসছি। এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত