Ajker Patrika

পোস্টারে ছেয়ে গেছে রহমতপুর

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ৫২
পোস্টারে ছেয়ে গেছে রহমতপুর

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলার রহমতপুর ইউনিয়নে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ইউপির অলি-গলি, বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায় শোভা পাচ্ছে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার।

সরেজমিনে দেখা গেছে রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দল বেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

উপজেলার সদর ইউনিয়ন রহমতপুর অনেকটাই উন্নয়নবঞ্চিত, অভিযোগ ভোটারদের। সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত রহমতপুর ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙন। এ ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশা, ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে আসা জনগণের ভোগান্তিসহ নানান কারণে এবারের নির্বাচনকে ঘিরে নানা হিসেব-নিকেশ কষছেন ভোটারেরা।

আসন্ন নির্বাচনে রহমতপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলন নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিন হোসেন হাতুড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম হাতপাখা এবং বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ছাব্বির হোসেন বলেন, রহমতপুর ইউনিয়নে নদী ভাঙন অন্যতম সমস্যা। কিন্তু এ বিষয়ে মাথা ব্যথা নেই কারও। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি হিসেবে খেয়াঘাটের ভোগান্তি নিরসনে কেউ পদক্ষেপ নেননি। আসন্ন

আওয়ামী লীগ মনোনীত রহমতপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মু. আক্তার উজ জামান মিলন বলেন, ‘আমি জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনে আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে রহমতপুর ইউনিয়নে বহু রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি।’

সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল সিকদার বলেন, ‘আমার কোনো নেতা নেই, জনগণই আমার নেতা। আমি শুধু জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে চাই।’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিন হোসেন বলেন, ‘নির্বাচিত হলে নদী ভাঙন রোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করব।’

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রহমতপুর ইউপি নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত