সম্পাদকীয়
১৯৪১ সালে জাপানি বোমার কয়েকটি পড়েছিল কলকাতায়। কলকাতা শহর খালি করে বাবু আর মিয়ারা সবাই নিজ নিজ গ্রামে চলে যাচ্ছিল তখন। একটি অফিসে তখন যোগ দিলেন যুবক কামরুল হাসান। বেতন সাকল্যে ৭৫ টাকা। কম নয়। সেই অফিসে একটা ওয়ার্ডেন পোস্ট ছিল। পোস্ট ওয়ার্ডেন ছিলেন মোশাররফ হোসেন। তিনি পদোন্নতি পাওয়ায় তাঁর জায়গায় এলেন ফয়জুল হক।
লম্বা ছিপছিপে কুচকুচে কালো ভদ্রলোকের নাম গোপনে দেওয়া হলো ‘আতার বিচি’। তিনি বেশ ‘চালু মাল’ ছিলেন। নিজেকে তিনি একজন লেখক বলে পরিচয় দিতেন। একবার বললেন, ‘আজ রাতের মধ্যেই ছখানা প্রবন্ধ লিখে তৈরি রাখতে হবে। তাই একটু আগেই অফিস থেকে চলে যাব। আপনারা ঠিকমতো থাকবেন। ডেপুটি চিফ ওয়ার্ডেন ভিজিট করতে পারেন, সাবধান।’
ছয়-ছয়টা প্রবন্ধ লেখার চাপ! কামরুল পরদিন বললেন, ‘কাল ছয়টা প্রবন্ধ লিখতে পেরেছিলেন?’
‘হ্যাঁ। রাত তিনটার মধ্যে সবগুলো লিখে শেষ করা হয়েছিল। প্রবাসী, ভারতবর্ষ, মৃত্তিকা আর…’ কোথায় কোথায় লেখা দেন, তা জিজ্ঞেস করায় এ কথা বললেন তিনি। মৃত্তিকার নাম শুনে একটা প্রশ্ন জাগল কামরুলের মনে। কাজী আফসারউদ্দীন সম্পাদিত দ্বিমাসিক পত্রিকা সেটি। কামরুল বললেন, ‘প্রচ্ছদে মৃত্তিকা লেখাটি সুন্দর। কার করা ডিজাইন?’
‘আতার বিচি’ বললেন, ‘সে মস্ত বড় আর্টিস্ট। শরীফ খাঁ। সাত বছর ইতালিতে শিল্পচর্চা করে সদ্য দেশে এসেছেন।’ ‘ও।’ বললেন কামরুল।
একদিন আফসারউদ্দীনের অফিসে বসে আছেন কামরুল, এ সময় সেখানে এলেন ‘আতার বিচি’। আফসারউদ্দীন ‘আতার বিচি’কে বললেন, ‘চেনেন একে? ওর নাম কামরুল। উঠতি শিল্পী। মৃত্তিকার প্রচ্ছদ ওরই করা।’
কামরুল ভান করলেন, খুব একটা কাজ পড়ে গেছে। দ্রুত বাইরে চলে এলেন তিনি। ইতালি-ফেরত শরীফ খাঁকে ‘আতার বিচি’ এবার কীভাবে সামাল দেবেন, তা ভেবে কামরুলের মনে আমোদ হলো খুব।
সূত্র: কামরুল হাসান, পৃষ্ঠা ১৭৮-১৮০
১৯৪১ সালে জাপানি বোমার কয়েকটি পড়েছিল কলকাতায়। কলকাতা শহর খালি করে বাবু আর মিয়ারা সবাই নিজ নিজ গ্রামে চলে যাচ্ছিল তখন। একটি অফিসে তখন যোগ দিলেন যুবক কামরুল হাসান। বেতন সাকল্যে ৭৫ টাকা। কম নয়। সেই অফিসে একটা ওয়ার্ডেন পোস্ট ছিল। পোস্ট ওয়ার্ডেন ছিলেন মোশাররফ হোসেন। তিনি পদোন্নতি পাওয়ায় তাঁর জায়গায় এলেন ফয়জুল হক।
লম্বা ছিপছিপে কুচকুচে কালো ভদ্রলোকের নাম গোপনে দেওয়া হলো ‘আতার বিচি’। তিনি বেশ ‘চালু মাল’ ছিলেন। নিজেকে তিনি একজন লেখক বলে পরিচয় দিতেন। একবার বললেন, ‘আজ রাতের মধ্যেই ছখানা প্রবন্ধ লিখে তৈরি রাখতে হবে। তাই একটু আগেই অফিস থেকে চলে যাব। আপনারা ঠিকমতো থাকবেন। ডেপুটি চিফ ওয়ার্ডেন ভিজিট করতে পারেন, সাবধান।’
ছয়-ছয়টা প্রবন্ধ লেখার চাপ! কামরুল পরদিন বললেন, ‘কাল ছয়টা প্রবন্ধ লিখতে পেরেছিলেন?’
‘হ্যাঁ। রাত তিনটার মধ্যে সবগুলো লিখে শেষ করা হয়েছিল। প্রবাসী, ভারতবর্ষ, মৃত্তিকা আর…’ কোথায় কোথায় লেখা দেন, তা জিজ্ঞেস করায় এ কথা বললেন তিনি। মৃত্তিকার নাম শুনে একটা প্রশ্ন জাগল কামরুলের মনে। কাজী আফসারউদ্দীন সম্পাদিত দ্বিমাসিক পত্রিকা সেটি। কামরুল বললেন, ‘প্রচ্ছদে মৃত্তিকা লেখাটি সুন্দর। কার করা ডিজাইন?’
‘আতার বিচি’ বললেন, ‘সে মস্ত বড় আর্টিস্ট। শরীফ খাঁ। সাত বছর ইতালিতে শিল্পচর্চা করে সদ্য দেশে এসেছেন।’ ‘ও।’ বললেন কামরুল।
একদিন আফসারউদ্দীনের অফিসে বসে আছেন কামরুল, এ সময় সেখানে এলেন ‘আতার বিচি’। আফসারউদ্দীন ‘আতার বিচি’কে বললেন, ‘চেনেন একে? ওর নাম কামরুল। উঠতি শিল্পী। মৃত্তিকার প্রচ্ছদ ওরই করা।’
কামরুল ভান করলেন, খুব একটা কাজ পড়ে গেছে। দ্রুত বাইরে চলে এলেন তিনি। ইতালি-ফেরত শরীফ খাঁকে ‘আতার বিচি’ এবার কীভাবে সামাল দেবেন, তা ভেবে কামরুলের মনে আমোদ হলো খুব।
সূত্র: কামরুল হাসান, পৃষ্ঠা ১৭৮-১৮০
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫