Ajker Patrika

ভাঙা রাস্তায় চলাচলে দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ১১
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় ভাঙা রাস্তার কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে চলাচলে সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশে ইট থাকলেও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা থেকে শানুহার (পূর্ব সুজনকাঠি) পর্যন্ত এই রাস্তায় প্রতিদিন শতাধিক মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখনো কাঁচা। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাবু জয়ধর জানান, এমন বেহাল রাস্তা পুরো উপজেলায় খুব বেশি নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

অপর গ্রামবাসী সোহেল সরদার জানান, এ রাস্তাটি যেন দেখার কেউ নেই। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনায় পড়েন।

স্থানীয় ব্যবসায়ী আবু সাইদ সরদার, সানোয়ার ফকির, চিত্ত ঘরামী জানান, রাস্তার এমন পরিস্থিতিতে ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয়।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। কারণ তাদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে।

ওই রাস্তায় চলাচলকারী শিশু শিক্ষার্থী চৈতি ঘরামী বলে, ‘রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। এ কারণে স্কুলে যেতে খুব কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।’

শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সৈয়দ ইমরান বলে, রাস্তাটির বেহাল। কোনো ভ্যান বা ইজিবাইক চলাচল করতে পারে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে এই রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজ চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত