নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। গত বুধবার, ১৩ জুলাই, রাজধানীর হাজারীবাগে নিজ বাসায় একজন সাবেক গণমাধ্যমকর্মী আত্মহত্যা করেন (আজকের পত্রিকা, অনলাইন)। এ ঘটনার ১০ দিন আগে জয়পুরহাটের কালাইয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীর আত্মহত্যার খবরও আমরা পড়েছি সংবাদমাধ্যমে। জুন মাসের ২৯ তারিখে মেহেরপুরের মুজিবনগরে ১৬ বছর বয়সী আর এক কিশোরী আত্মহত্যা করে। কেন সে আত্মহত্যা করেছিল, পরিবারের অন্য সদস্যরা তা বলতে পারেননি।
আত্মহত্যার ঘটনা যেন থামছেই না! চট্টগ্রাম নগরীর হালিশহরের নিজ বাসায় ১৮ বছর বয়সী এক পোশাকশ্রমিক এবং রাজধানীর দক্ষিণখানে সাবেক স্বামীর মানসিক নির্যাতনে ৩৫ বছর বয়সী এক নারীও আত্মহত্যা করেন। এর আগে জুন মাসে আরও দুটি আত্মহত্যার ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়।
বাংলাদেশ মহিলা পরিষদ এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ৮৭ জনের আত্মহত্যার তথ্য উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের এক পরিসংখ্যানে জানা যায়, ২০১০ থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত আত্মহত্যা করেছে মোট ৪ হাজার ১৭৮ জন। এর মধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করে ২২১ জন। এ ছাড়া একই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছে ২১৮ জন। পরিসংখ্যানে আরও জানা যায়, ওই একই সময় অর্থাৎ ২০১০ থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনা ঘটে মোট ৩০৮টি।
আত্মহত্যার এসব ঘটনায় আত্মহত্যাকারী নারীরা জাগতিক সবকিছু থেকে মুক্তি পেলেও থমকে যাচ্ছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজন। কখনো কখনো এর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে আত্মহত্যাকারীর সন্তানদেরও।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘মানুষ একটি পরিবারের অংশ। সে পরিবারের বাকি সদস্যরা, যিনি আত্মহত্যা করেছেন তাঁর প্রতি মানসিকভাবে, মানবিকভাবে এবং বৈষয়িকভাবে যুক্ত। ফলে একজন মানুষের আত্মহত্যা তার পরিবারের সদস্যদের নানাভাবে প্রভাবিত করে। প্রথমত, এই আত্মহত্যা যে কাজটি করে সেটি হলো, ওই পরিবারের কারও মনে আত্মহত্যার সুপ্ত বাসনা থাকলে তাকে উসকে দেয়। দ্বিতীয়ত, পরিবারের সদস্যদের মধ্যে একধরনের অনিশ্চয়তাবোধ তৈরি করে। যে পরিবারের একজন সদস্য আত্মহত্যা করেছে, সে পরিবারের বাকি সদস্যদের কেউ কেউ একই ধরনের কাজ করতে পারে। এই অনিশ্চয়তাবোধ তাদের ব্যক্তিত্বে আর মানসিকতার বিকাশে প্রভাব ফেলে।’ ডা. লেলিন চৌধুরী জানিয়েছেন, এই অনিশ্চয়তা বোধের ফলে আত্মহত্যাকারীর পরিবারের বাকি সদস্যরা বৃহত্তর সমাজ থেকে নিজেদের গুটিয়ে রাখতে চায়।
সব মিলিয়ে দেখা যায়, আত্মহত্যার কারণে স্বল্পমেয়াদি হোক বা দীর্ঘমেয়াদি হোক, আত্মহত্যাকারীর পরিবারের প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে ভোগান্তির শিকার হয়ে থাকেন। ডা. লেলিন চৌধুরী যোগ করেন, ‘এসব কারণে, যিনি আত্মহত্যা করেন, তিনি একেবারেই মরে যান। কিন্তু পরিবারের বাকি যাঁরা জীবিত থাকেন তাঁদেরও তিনি নানাভাবে বিপদগ্রস্ত করে রেখে যান। এ ছাড়া সামাজিকভাবে পরিবারের এই সদস্যরা মনের অজান্তেই ভাবতে থাকেন, সমাজের লোকেরা তাঁদের কাছে আত্মহত্যার জবাবদিহি চাইছেন—কেন তিনি আত্মহত্যা করলেন? কেন পরিবারের সদস্যরা তাঁকে বাঁচানো উপায় খুঁজে নিলেন না। এ কারণে বলব, প্রতিটি পরিবারের মধ্যে মানসিক অবস্থার নিরিখে মানবিকতার বিকাশ ঘটানো অনেক বেশি জরুরি।’
ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। গত বুধবার, ১৩ জুলাই, রাজধানীর হাজারীবাগে নিজ বাসায় একজন সাবেক গণমাধ্যমকর্মী আত্মহত্যা করেন (আজকের পত্রিকা, অনলাইন)। এ ঘটনার ১০ দিন আগে জয়পুরহাটের কালাইয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীর আত্মহত্যার খবরও আমরা পড়েছি সংবাদমাধ্যমে। জুন মাসের ২৯ তারিখে মেহেরপুরের মুজিবনগরে ১৬ বছর বয়সী আর এক কিশোরী আত্মহত্যা করে। কেন সে আত্মহত্যা করেছিল, পরিবারের অন্য সদস্যরা তা বলতে পারেননি।
আত্মহত্যার ঘটনা যেন থামছেই না! চট্টগ্রাম নগরীর হালিশহরের নিজ বাসায় ১৮ বছর বয়সী এক পোশাকশ্রমিক এবং রাজধানীর দক্ষিণখানে সাবেক স্বামীর মানসিক নির্যাতনে ৩৫ বছর বয়সী এক নারীও আত্মহত্যা করেন। এর আগে জুন মাসে আরও দুটি আত্মহত্যার ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়।
বাংলাদেশ মহিলা পরিষদ এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ৮৭ জনের আত্মহত্যার তথ্য উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের এক পরিসংখ্যানে জানা যায়, ২০১০ থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত আত্মহত্যা করেছে মোট ৪ হাজার ১৭৮ জন। এর মধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করে ২২১ জন। এ ছাড়া একই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছে ২১৮ জন। পরিসংখ্যানে আরও জানা যায়, ওই একই সময় অর্থাৎ ২০১০ থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনা ঘটে মোট ৩০৮টি।
আত্মহত্যার এসব ঘটনায় আত্মহত্যাকারী নারীরা জাগতিক সবকিছু থেকে মুক্তি পেলেও থমকে যাচ্ছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজন। কখনো কখনো এর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে আত্মহত্যাকারীর সন্তানদেরও।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘মানুষ একটি পরিবারের অংশ। সে পরিবারের বাকি সদস্যরা, যিনি আত্মহত্যা করেছেন তাঁর প্রতি মানসিকভাবে, মানবিকভাবে এবং বৈষয়িকভাবে যুক্ত। ফলে একজন মানুষের আত্মহত্যা তার পরিবারের সদস্যদের নানাভাবে প্রভাবিত করে। প্রথমত, এই আত্মহত্যা যে কাজটি করে সেটি হলো, ওই পরিবারের কারও মনে আত্মহত্যার সুপ্ত বাসনা থাকলে তাকে উসকে দেয়। দ্বিতীয়ত, পরিবারের সদস্যদের মধ্যে একধরনের অনিশ্চয়তাবোধ তৈরি করে। যে পরিবারের একজন সদস্য আত্মহত্যা করেছে, সে পরিবারের বাকি সদস্যদের কেউ কেউ একই ধরনের কাজ করতে পারে। এই অনিশ্চয়তাবোধ তাদের ব্যক্তিত্বে আর মানসিকতার বিকাশে প্রভাব ফেলে।’ ডা. লেলিন চৌধুরী জানিয়েছেন, এই অনিশ্চয়তা বোধের ফলে আত্মহত্যাকারীর পরিবারের বাকি সদস্যরা বৃহত্তর সমাজ থেকে নিজেদের গুটিয়ে রাখতে চায়।
সব মিলিয়ে দেখা যায়, আত্মহত্যার কারণে স্বল্পমেয়াদি হোক বা দীর্ঘমেয়াদি হোক, আত্মহত্যাকারীর পরিবারের প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে ভোগান্তির শিকার হয়ে থাকেন। ডা. লেলিন চৌধুরী যোগ করেন, ‘এসব কারণে, যিনি আত্মহত্যা করেন, তিনি একেবারেই মরে যান। কিন্তু পরিবারের বাকি যাঁরা জীবিত থাকেন তাঁদেরও তিনি নানাভাবে বিপদগ্রস্ত করে রেখে যান। এ ছাড়া সামাজিকভাবে পরিবারের এই সদস্যরা মনের অজান্তেই ভাবতে থাকেন, সমাজের লোকেরা তাঁদের কাছে আত্মহত্যার জবাবদিহি চাইছেন—কেন তিনি আত্মহত্যা করলেন? কেন পরিবারের সদস্যরা তাঁকে বাঁচানো উপায় খুঁজে নিলেন না। এ কারণে বলব, প্রতিটি পরিবারের মধ্যে মানসিক অবস্থার নিরিখে মানবিকতার বিকাশ ঘটানো অনেক বেশি জরুরি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪