Ajker Patrika

শিকলবন্দী ১২ বছর হয়নি চিকিৎসা

হিজলা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৩
শিকলবন্দী ১২ বছর হয়নি চিকিৎসা

হিজলা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক যুবককে ১২ বছর শিকলে বেঁধে করে রাখা হয়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাঁর পরিবার। যুবকের নাম জসিম উদ্দিন (৩৫)।

সরেজমিন দেখা যায় মেমানিয়া ইউনিয়নের খাগেরচরের সরকারি গুচ্ছগ্রামের একটি পরিত্যক্ত ঘরে পায়ে শিকল দিয়ে তালা মেরে বন্দী করে রাখা হয়েছে ওই যুবককে। স্থানীয় বাসিন্দা ফারুক বেপারী জানান, জসিম উদ্দিন একসময় স্বাভাবিক ছিল। হঠাৎ আচরণ বদলে যায়, মানসিকভাব অসুস্থ হয়ে পড়ে। তাই পরিবারের লোকজন তাকে শিকলবন্দী করে রাখে।

জসিমের বাবা হামিদ হাওলাদার বলেন, ‘ছেলেটাকে নিয়ে বিপদে আছি। বড় ছেলের আয় দিয়ে সংসার চলে। চিকিৎসকেরা বলছেন উন্নত চিকিৎসা করাতে পারলে ছেলেটি ভালো হয়ে যাবে।’

মেমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, মানসিক প্রতিবন্ধী ছেলেটি সম্পর্কে সংবাদকর্মীদের মাধ্যমে এখন জেনেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘খোঁজ খবর নিয়ে সরকারিভাবে চিকিৎসা করানোর ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত