Ajker Patrika

টিপটপ মেকআপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৯: ২৮
টিপটপ মেকআপ

মা-খালা কিংবা বড় বোনকে যখন সাজগোজ করতে দেখো, তোমারও নিশ্চয় সাজতে ইচ্ছে করে। ঠোঁটে একটু লিপস্টিক, চোখে কাজল, আইলাইনার, মাসকারা লাগালে সৌন্দর্য খানিকটা বাড়ে বৈকি! মা কিংবা বড়দের এত এত মেকআপ কিটস দিয়ে তো সাজা সম্ভব নয়। আর তোমার বয়সীদের ত্বকে সেসব মেকআপ মানাবেও না। মেকআপ সামগ্রী নিয়ে খেলতে গেলেও সব ভেঙে ফেলতে পারো। তাই আজ তোমাকে মেকআপবিষয়ক একটি খেলার কথা বলব। এ খেলাটি অ্যাপে খেলতে পারবে।

এই অ্যাপে অনেক চরিত্র আছে। তোমার কাজ হলো তাদের মেকআপ করানো। এই অ্যাপে প্রয়োজনীয় সব মেকআপ সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম আছে। তুমি ঠিক করে নেবে কখন কাজল, আইলাইনার, মাসকারা, শ্যাডো কিংবা লিপস্টিক লাগাবে। কখন ভ্রু আঁকবে তা-ও তোমাকে ঠিক করে নিতে হবে। এই অ্যাপে বিভিন্ন রঙের চুল আছে। আছে নেকলেস, কানের দুল, চুলের ক্লিপসহ সাজগোজের বিভিন্ন সামগ্রী। আছে ক্রাউন। এসব দিয়ে স্ক্রিনে আসা একটি মেয়েকে পরিপাটিভাবে সাজানোই তোমার কাজ। ভালো করে সাজাতে পারলেই তুমি পয়েন্ট পাবে। এ খেলাটি খেলার জন্য অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ‘মেকআপ গার্লস—গেমস ফর কিডস’ অ্যাপটি ডাউনলোড করে নাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত