Ajker Patrika

চোখ ধাঁধানো আলোকসজ্জা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ০০
চোখ ধাঁধানো আলোকসজ্জা

আর মাত্র দুই দিন পরই বিজয় দিবস এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী। এ দিনটিকে স্মরণীয় করতে রাজধানীতে করা হচ্ছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলো সাজানো হচ্ছে লাল, নীল, হলুদ, সাদা, সোনালিসহ হরেক রঙের মরিচ বাতিতে। আলোকসজ্জার মাধ্যমে তৈরি করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্যের প্রতীকী রূপ। জাতীয় পতাকার আদলে সাজানো হচ্ছে বিভিন্ন ভবন।

রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তানসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবন, মতিঝিল শাপলা চত্বর এলাকার সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, জীবন বিমা ভবনসহ বড় বড় স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে।

গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, লাল-সবুজের চোখ ধাঁধানো আলোকসজ্জা। এ আলোকসজ্জা থাকবে ১৬ ডিসেম্বরের পরেও কয়েক দিন। এমন মোহনীয় সাজে রাজধানী ঢাকাকে দেখে মুগ্ধ সবাই। মনকাড়া এমন আলোকসজ্জা দেখতে স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব নিয়ে রাস্তায় রাস্তায় ভিড় করছেন অনেকে। অনেকে আলোকসজ্জার ঝলকানি গায়ে মেখে পুলকিত হন। অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখেন; তোলেন সেলফি।

এমন একজন আরামবাগ এলাকার আকাশ রায়হান জানান, প্রতিবছরই এ এলাকার বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়। বিজয়ের দিনটি আমাদের জন্য আনন্দের। আলোকসজ্জার কারণে এ আনন্দ আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সাজানো দেখে খুব ভালো লাগছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসেন আল আমিন নামের এক দর্শনার্থী। তিনি বলেন, বিজয়ের দিনটি আমাদের জন্য আনন্দের, উৎসবের। এ দিনটিতে রাজধানীজুড়ে যে আলোকসজ্জা করা হয়, তাতে আরও বেশি মুগ্ধতা ও আনন্দে মন ভরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত