ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন বছর। ২০২২ সালে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট জেলার কিছু ঘটনা। এগুলোর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপাচার্যবিরোধী আন্দোলন, ওসমানীনগরে প্রবাসী পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু ও চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন উল্লেখযোগ্য। এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ অসংখ্য গুণীজনকে হারিয়েছে এই জনপদ।
স্মরণকালের ভয়াবহ বন্যা: একই বছরে তিন দফা বন্যার কবলে পড়ে সিলেট বিভাগ। প্রথম দফা বন্যা হয় মে মাসে। ১৫ জুন শুরু হয় দ্বিতীয় দফা বন্যা। চলে ২০ জুলাই পর্যন্ত। এ সময় পুরো বিভাগের চার জেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে থাকে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা।
তৃতীয় দফা বন্যায় খাবার, সুপেয় পানি ও চিকিৎসার অভাবে জেলায় মানবিক বিপর্যয় দেখা দেয়। প্রায় এক কোটি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কয়েক লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশ-বিদেশের বিত্তবানেরা বন্যার্তদের পাশে দাঁড়ানোয় পরিস্থিতি মোকাবিলা করা অনেকটাই সহজ হয়। তবে এ বন্যায় অনেক মানুষ নিঃস্ব হয়।
শাবি উপাচার্যবিরোধী আন্দোলন: বছরের শুরুতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি দাবি আদায়ে উপাচার্যকে অবরুদ্ধ করেন তাঁরা। পরে আন্দোলনটি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।
পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ অমান্য করে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যান। ২৫ জানুয়ারি শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর স্ত্রী ইয়াসমিন হক গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ১১ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসমানীনগরে প্রবাসী পরিবারে ট্র্যাজেডি: ২০২২ সালের ২৬ জুলাই জেলার ওসমানীনগরের শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্যপ্রবাসী পরিবারের ৫ সদস্যকে। তাঁদের হাসপাতালে পাঠানোর পর ওই দিনই মারা যান গৃহকর্তা রফিকুল ইসলাম ও তাঁর ছেলে মাইকুল ইসলাম। এর ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে রফিকুলের মেয়ে সাদিয়া ইসলাম।
চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন: দৈনিক মজুরি ১২০ থেকে ৩০০ টাকা করার দাবিতে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন চার জেলার চা-শ্রমিকেরা। ধর্মঘটের একপর্যায়ে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মৌলভীবাজারের জেলা প্রশাসকের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমান দৈনিক ১২০ টাকা মজুরি ঠিক রেখে চা-শ্রমিকেরা কাজে যোগ দেবেন। কিছু শ্রমিক কাজে যোগ দিলেও অধিকাংশই তা মানেনি। ২৭ আগস্ট চা-বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মজুরি নির্ধারণের পাশাপাশি বার্ষিক ছুটি, বেতনসহ উৎসব ছুটি আনুপাতিক হারে বাড়বে। অসুস্থতা ছুটি বাড়ানো হবে। চিকিৎসা ব্যয়ের চাঁদা মালিকপক্ষ বহন করবে। ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার চাঁদা আনুপাতিক হারে বাড়বে।’
রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত: বিএনপির বিভাগীয় গণসমাবেশ হয়েছে গত ১৯ নভেম্বর। সমাবেশ সফল করতে অন্তত এক মাস সিলেটজুড়ে প্রচারণা চালিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট আর আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থান থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। এ ছাড়া ৬ নভেম্বর রাতে শহরের আম্বরখানা বড় বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল।
কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন বছর। ২০২২ সালে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট জেলার কিছু ঘটনা। এগুলোর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপাচার্যবিরোধী আন্দোলন, ওসমানীনগরে প্রবাসী পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু ও চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন উল্লেখযোগ্য। এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ অসংখ্য গুণীজনকে হারিয়েছে এই জনপদ।
স্মরণকালের ভয়াবহ বন্যা: একই বছরে তিন দফা বন্যার কবলে পড়ে সিলেট বিভাগ। প্রথম দফা বন্যা হয় মে মাসে। ১৫ জুন শুরু হয় দ্বিতীয় দফা বন্যা। চলে ২০ জুলাই পর্যন্ত। এ সময় পুরো বিভাগের চার জেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে থাকে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা।
তৃতীয় দফা বন্যায় খাবার, সুপেয় পানি ও চিকিৎসার অভাবে জেলায় মানবিক বিপর্যয় দেখা দেয়। প্রায় এক কোটি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কয়েক লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশ-বিদেশের বিত্তবানেরা বন্যার্তদের পাশে দাঁড়ানোয় পরিস্থিতি মোকাবিলা করা অনেকটাই সহজ হয়। তবে এ বন্যায় অনেক মানুষ নিঃস্ব হয়।
শাবি উপাচার্যবিরোধী আন্দোলন: বছরের শুরুতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি দাবি আদায়ে উপাচার্যকে অবরুদ্ধ করেন তাঁরা। পরে আন্দোলনটি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।
পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ অমান্য করে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যান। ২৫ জানুয়ারি শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর স্ত্রী ইয়াসমিন হক গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ১১ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসমানীনগরে প্রবাসী পরিবারে ট্র্যাজেডি: ২০২২ সালের ২৬ জুলাই জেলার ওসমানীনগরের শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্যপ্রবাসী পরিবারের ৫ সদস্যকে। তাঁদের হাসপাতালে পাঠানোর পর ওই দিনই মারা যান গৃহকর্তা রফিকুল ইসলাম ও তাঁর ছেলে মাইকুল ইসলাম। এর ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে রফিকুলের মেয়ে সাদিয়া ইসলাম।
চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন: দৈনিক মজুরি ১২০ থেকে ৩০০ টাকা করার দাবিতে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন চার জেলার চা-শ্রমিকেরা। ধর্মঘটের একপর্যায়ে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মৌলভীবাজারের জেলা প্রশাসকের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমান দৈনিক ১২০ টাকা মজুরি ঠিক রেখে চা-শ্রমিকেরা কাজে যোগ দেবেন। কিছু শ্রমিক কাজে যোগ দিলেও অধিকাংশই তা মানেনি। ২৭ আগস্ট চা-বাগান মালিক এম শাহ আলমের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মজুরি নির্ধারণের পাশাপাশি বার্ষিক ছুটি, বেতনসহ উৎসব ছুটি আনুপাতিক হারে বাড়বে। অসুস্থতা ছুটি বাড়ানো হবে। চিকিৎসা ব্যয়ের চাঁদা মালিকপক্ষ বহন করবে। ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার চাঁদা আনুপাতিক হারে বাড়বে।’
রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত: বিএনপির বিভাগীয় গণসমাবেশ হয়েছে গত ১৯ নভেম্বর। সমাবেশ সফল করতে অন্তত এক মাস সিলেটজুড়ে প্রচারণা চালিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট আর আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থান থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। এ ছাড়া ৬ নভেম্বর রাতে শহরের আম্বরখানা বড় বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪