Ajker Patrika

ইতালিতে বায়ার্ন ও লিভারপুলের ভিন্ন চ্যালেঞ্জ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১: ১১
ইতালিতে বায়ার্ন ও লিভারপুলের ভিন্ন চ্যালেঞ্জ

আট সপ্তাহে ছয় রাউন্ড—কাতার বিশ্বকাপের কথা মাথায় রেখে ঠাসা সূচি নিয়েই পরশু শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম।

ছয়বার করে শিরোপা জেতা বায়ার্ন মিউনিখ আর লিভারপুলের অভিযানটা শুরু হচ্ছে ইতালিতে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের গন্তব্য মিলান, ইংলিশ পরাশক্তি লিভারপুলের নেপলস।

গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার পর থেকেই যেটিকে ‘মৃত্যুকূপ’ বলা হচ্ছে, সেই ‘সি’ গ্রুপে থমাস মুলার-সাদিও মানেরা লড়বেন ইন্টার মিলানের বিপক্ষে। গ্রুপের আরেক পরাশক্তি বার্সেলোনারও যাত্রা শুরু হচ্ছে আজ। জাভি হার্নান্দেজের শিষ্যরা অবশ্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পাচ্ছে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সা খেলবে চেক প্রজাতন্ত্রের দল ভিক্টোরিয়া পিলজেনের বিপক্ষে।

সাম্প্রতিক বছরগুলোতে শক্তিমত্তায় ইন্টারের চেয়ে বায়ার্ন ঢের এগিয়ে থাকলেও মুখোমুখি রেকর্ডটা সমৃদ্ধ নয়। চ্যাম্পিয়নস লিগে দুই দলের পাঁচ দেখায় দুটি করে জয় দেখেছে তারা, ড্র হয়েছে অন্যটি। এখানে লিভারপুল আরও পিছিয়ে। নাপোলির বিপক্ষে ইয়ুর্গেন ক্লপের দল জিতেছে মাত্র একবার।
বার্সা হয়তো মনে মনে পয়েন্ট ভাগাভাগিরই প্রার্থনা করবে। ইন্টার-বায়ার্ন ড্রয়ের সুযোগে নিজেরা যে পূর্ণ পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে পারবে। কোচ জাভি সংবাদ সম্মেলনে সে কথায় বলেছেন, ‘আগামীকাল (আজ) আমাদের লক্ষ্য ৩ পয়েন্ট অর্জন করা। আগে গ্রুপ পর্বের বাধা টপকাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত