Ajker Patrika

নির্যাতনের শিকার দেশের ৭৩ শতাংশ নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ২৮
নির্যাতনের শিকার দেশের ৭৩ শতাংশ নারী

দেশের ৭৩ দশমিক ৬ শতাংশ নারীই নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উম্মে কুলসুম। গতকাল বুধবার বেলা ১১টায় গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টারে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এতে নারী ও শিশুদের সেবা নিশ্চিত করতে গঠিত ‘আস্থা’ প্রকল্পের অগ্রগতি ও অর্জন নিয়ে আলোচনা করা হয়।

উম্মে কুলসুম বলেন, ‘নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে সরকার চিন্তা করছে। নারীনীতি ও বিভিন্ন পলিসি রয়েছে। তারপরও আমরা দেখছি, নারী নির্যাতনের হার বেড়েই চলেছে। বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকারের সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ৭৩ দশমিক ৬ শতাংশ নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে।’ মাঠপর্যায়ে কার্যকর নীতি বাস্তবায়ন করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী ও শিশুদের সেবা প্রদানে সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে নেদারল্যান্ডস দূতাবাস ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ২০১৭ সালের নভেম্বরে আস্থা নামক একটি প্রকল্প চালু করে আসক। কক্সবাজার, পটুয়াখালী, বগুড়া ও জামালপুরের ১২টি উপজেলার ১০২টি ইউনিয়নে এর কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল চার জেলা থেকে আগত প্রতিনিধিরা তাঁদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে প্রকল্প দীর্ঘায়িত করে সব জেলায় নারী সহায়তা কেন্দ্র স্থাপনের আহ্বান জানান।

আস্থা প্রকল্পের মাধ্যমে মোট ১৩ হাজার ৭৮০ জন নারীকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। আদালতের নারী সহায়তা কেন্দ্রে ২ হাজার ৭৪৩ জন নারী ও কন্যাশিশুকে সরাসরি আইনি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার ৭৬৪ জনকে থানা নারী সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রেফার করা হয়েছে। এ ছাড়া তারা ১ লাখ ৩৫ হাজার ৪১৯ জনকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পে ২০ হাজার ৩৯৪টি উঠান বৈঠক, ৫০৪টি দম্পতি সভা, ৬৯৬টি চায়ের দোকানে আলোচনা, ১ হাজার ৩২৩টি অ্যাকশনভিত্তিক তরুণ সমাবেশ, ১ হাজার ৮৩৬টি নারী সাপোর্ট গ্রুপ সভা আয়োজন করা হয়েছে। ৩৭ হাজার ৪১২ জন পুরুষকে সচেতন করে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত