মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরের কাঁচাবাজারগুলোতে অল্প কয়েক দিনের ব্যবধানে বেগুনের দাম কমে অর্ধেক হয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য সবজির দামও কমছে।
গতকাল মঙ্গলবার মিঠাপুকুর বাজারে দেশি জাতের প্রতি কেজি বেগুন ২০ থেকে ৩০ দরে বিক্রি হয়েছে। কয়েক দিন আগেও ছিল ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে হাইব্রিড জাতের বেগুনের কেজি ছিল ১৫ থেকে ২০ টাকা।
সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বেগুনে ক্যানসারের উপাদান পাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় সবজিটির দাম কমে গেছে।
এই অবস্থায় বেগুন কেনা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আইনুল কবীর লিটন। অন্যদিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন বলেন, তিনি বেগুনের বদলে পেঁপে খাওয়া শুরু করেছেন।
আরেক ক্রেতা মমিনুল করিমের মতে, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় শাকসবজির প্রকৃত স্বাদ নষ্ট হয়ে গেছে।
এদিকে সরবরাহ বাড়তে থাকায় বাজারে শীতের অন্যান্য শাকসবজির দামও কমছে। বিক্রেতারা জানান, যে শিম কিছুদিন আগে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে, তার দাম এখন ৬০ থেকে ৮০ টাকা।
এ ছাড়া ফুলকপি ৬০, বাঁধাকপি ৪০, করলা ৬০ থেকে ৮০, মুলা ২০ ও পটোল ২০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। লাউ প্রতিটি আকারভেদে ২৫ থেকে ৪০ এবং প্রতি কেজি মিষ্টি কুমড়া ৫০ এবং আলু জাতভেদে ২৫ থেকে ৪০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।
তবে গাজর ও টমেটোর দাম কমেনি। গতকাল প্রতি কেজি টমেটো ১৪০, গাজর ১৬০ ও শসা ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
রংপুরের মিঠাপুকুরের কাঁচাবাজারগুলোতে অল্প কয়েক দিনের ব্যবধানে বেগুনের দাম কমে অর্ধেক হয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য সবজির দামও কমছে।
গতকাল মঙ্গলবার মিঠাপুকুর বাজারে দেশি জাতের প্রতি কেজি বেগুন ২০ থেকে ৩০ দরে বিক্রি হয়েছে। কয়েক দিন আগেও ছিল ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে হাইব্রিড জাতের বেগুনের কেজি ছিল ১৫ থেকে ২০ টাকা।
সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বেগুনে ক্যানসারের উপাদান পাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় সবজিটির দাম কমে গেছে।
এই অবস্থায় বেগুন কেনা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আইনুল কবীর লিটন। অন্যদিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন বলেন, তিনি বেগুনের বদলে পেঁপে খাওয়া শুরু করেছেন।
আরেক ক্রেতা মমিনুল করিমের মতে, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় শাকসবজির প্রকৃত স্বাদ নষ্ট হয়ে গেছে।
এদিকে সরবরাহ বাড়তে থাকায় বাজারে শীতের অন্যান্য শাকসবজির দামও কমছে। বিক্রেতারা জানান, যে শিম কিছুদিন আগে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে, তার দাম এখন ৬০ থেকে ৮০ টাকা।
এ ছাড়া ফুলকপি ৬০, বাঁধাকপি ৪০, করলা ৬০ থেকে ৮০, মুলা ২০ ও পটোল ২০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। লাউ প্রতিটি আকারভেদে ২৫ থেকে ৪০ এবং প্রতি কেজি মিষ্টি কুমড়া ৫০ এবং আলু জাতভেদে ২৫ থেকে ৪০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।
তবে গাজর ও টমেটোর দাম কমেনি। গতকাল প্রতি কেজি টমেটো ১৪০, গাজর ১৬০ ও শসা ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪