Ajker Patrika

হজের তালবিয়ার তাৎপর্য

ইজাজুল হক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২২, ১৬: ৩০
হজের তালবিয়ার তাৎপর্য

হজ আল্লাহর প্রেম ও ভালোবাসার অনন্য নিদর্শন। পার্থিব বিলাসিতা-জৌলুশ থেকে মুক্ত হয়ে এক জোড়া সাদা কাপড়ে নিজেকে মুড়িয়ে বায়তুল্লাহ থেকে সাফা-মারওয়া, আরাফাতের ময়দান থেকে মিনা-মুজদালিফায় উদ্‌ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোই হজের প্রধান নির্দেশনা। এসব কাজ মুমিনের হৃদয়ে ইমানের মাত্রা বাড়িয়ে দেয় এবং শুদ্ধ ও পবিত্র হয়ে গুনাহমুক্ত জীবনযাপনের সবক শেখায়। প্রেমের এই আবহে যে জিকির সবচেয়ে বেশি প্রাণের সঞ্চার করে, তা হলো তালবিয়া। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল-মুলক, লা শারিকালাক’—বাক্যগুলোই তালবিয়া। এর অর্থ হলো, ‘হাজির হে আল্লাহ, আমি হাজির। আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই, আমি হাজির। সকল প্রশংসা ও নেয়ামত আপনার এবং রাজত্বও। আপনার কোনো অংশীদার নেই।’ (বুখারি)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সারা বিশ্বের সামর্থ্যবান মুসলমানদের পবিত্র কাবাঘরে উপস্থিত হয়ে হজ করার আদেশ দেন। মুমিন বান্দারা আল্লাহর সেই আদেশ পালনার্থে ইহরামের কাপড় পরে তাঁর দরবারে উপস্থিত হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’ জপতে জপতে হাজির হন পবিত্র কাবাঘরে। যেন বান্দারা ঘোষণা দিয়ে বলতে থাকেন—হে আল্লাহ, আপনার আহ্বানে সাড়া দিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনি এক ও একক। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনিই আমাদের প্রভু। আপনার দরবারে আমরা আত্মসমর্পণ করলাম। আমাদের কবুল করুন। আমরা মনে-প্রাণে বিশ্বাস স্থাপন করি যে আপনি পরিপূর্ণ সত্তা; আমরা অক্ষম, অপূর্ণ। আমাদের রয়েছে অজস্র দুর্বলতা। মহাবিশ্বের সকল নেয়ামত আপনারই দেওয়া। আপনার নেয়ামত ভোগ করার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সৃষ্টিজগতের নিরঙ্কুশ ক্ষমতার মালিক আপনিই। আপনিই সর্বশক্তিমান। আপনার দরবারে আমরা নিজেদের সঁপে দিতে হাজির হয়েছি। আমাদের কবুল করুন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত