চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নোয়াখালীর চাটখিল বাজারে রং মিশ্রিত নিম্নমানের লাচ্ছা সেমাই বিক্রি করা হচ্ছে। ব্র্যান্ডের সেমাই নকল করে ও বিভিন্ন লেবেল লাগিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব সেমাই বিক্রি হচ্ছে।
চাটখিলের শাহপুর বাজার, সোমপাড়া বাজার, খিলপাড়া বাজার, বদলকোট বাজার, জনতা বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির সেমাইয়ের গায়ের মধ্যে দাম এবং মেয়াদের তারিখ স্পষ্ট নয়। পাকিস্তানি ও ইন্ডিয়ান লাচ্ছা সেমাই বিক্রির নামে চলছে প্রতারণা। বিভিন্ন দোকানের ডিজিটাল পাল্লায় ওজনে এলোমেলো দেখা গেছে।
চাটখিল বাজারের প্রায় দোকানেও নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রিত লাচ্ছা সেমাই বিক্রি করতে দেখা গেছে। ব্র্যান্ডের মধ্যে বনফুল, ড্যানিশ, স্টার লাইনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সেমাই নকল করে লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে মফস্বলের অনেক দোকানে।
দক্ষিণ রাজজাকপুর গ্রামের আজিজুল হক (৮৫) বলেন, ‘কোনটা নকল কোনটা আসল আমরা চিনতে পারি না। নোয়াখালা থেকে আলেয়া বেগম নামে এক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা গেছে, তিনি বনফুল লাচ্ছা সেমাই কিনেছেন, কিন্তু পরে দেখা যায় সেটিতে লেখা রয়েছে বর্ণফুল। তিনি বলেন, ‘কোনটা আসল কোনটা নকল, সেটা তো আমি চিনতে পারিনি।’
পৌর শহরের ব্যবসায়ী বুলবুল পাটোয়ারী বলেন, গ্রামের অর্ধশিক্ষিত পুরুষ ও নারীদের নিকট বিভিন্ন দোকানদার নিম্নমানের ও ভেজাল সেমাই বিক্রি করে থাকেন, শিক্ষিত সমাজের কাছে সেটা সম্ভব হয় না। মফস্বলের মুদি ব্যবসায়ী আবুল বাশার জানান, ‘সকল কোম্পানি আসি বলে আমারটাই ভালো, আসলে কোনটা ভালো-মন্দ সেটা আমরা নিশ্চিত করতে পারি না, সকলেই চটকদার বিজ্ঞাপন দিয়ে যান।’
এক প্রশ্নের জবাবে আরেক ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ‘আমার দোকানে কোনো নিম্নমানের সেমাই নেই এবং মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রি করি না।’একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা গেছে, এসব নিম্নমানের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই অনেক দোকানে বিক্রি হচ্ছে। এগুলো খেয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, তাই এ ব্যাপারে প্রশাসনের নজরদারি করা উচিত।
চাটখিল পৌর মেয়র ও বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ভিপি বলেন, নিম্নমানের ও ভেজাল সেমাই বিক্রি করলে প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেজাল খাদ্য নিয়ে আমরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি এবং ভোক্তা অধিকার আইনে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে।’
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নোয়াখালীর চাটখিল বাজারে রং মিশ্রিত নিম্নমানের লাচ্ছা সেমাই বিক্রি করা হচ্ছে। ব্র্যান্ডের সেমাই নকল করে ও বিভিন্ন লেবেল লাগিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব সেমাই বিক্রি হচ্ছে।
চাটখিলের শাহপুর বাজার, সোমপাড়া বাজার, খিলপাড়া বাজার, বদলকোট বাজার, জনতা বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির সেমাইয়ের গায়ের মধ্যে দাম এবং মেয়াদের তারিখ স্পষ্ট নয়। পাকিস্তানি ও ইন্ডিয়ান লাচ্ছা সেমাই বিক্রির নামে চলছে প্রতারণা। বিভিন্ন দোকানের ডিজিটাল পাল্লায় ওজনে এলোমেলো দেখা গেছে।
চাটখিল বাজারের প্রায় দোকানেও নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রিত লাচ্ছা সেমাই বিক্রি করতে দেখা গেছে। ব্র্যান্ডের মধ্যে বনফুল, ড্যানিশ, স্টার লাইনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সেমাই নকল করে লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে মফস্বলের অনেক দোকানে।
দক্ষিণ রাজজাকপুর গ্রামের আজিজুল হক (৮৫) বলেন, ‘কোনটা নকল কোনটা আসল আমরা চিনতে পারি না। নোয়াখালা থেকে আলেয়া বেগম নামে এক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা গেছে, তিনি বনফুল লাচ্ছা সেমাই কিনেছেন, কিন্তু পরে দেখা যায় সেটিতে লেখা রয়েছে বর্ণফুল। তিনি বলেন, ‘কোনটা আসল কোনটা নকল, সেটা তো আমি চিনতে পারিনি।’
পৌর শহরের ব্যবসায়ী বুলবুল পাটোয়ারী বলেন, গ্রামের অর্ধশিক্ষিত পুরুষ ও নারীদের নিকট বিভিন্ন দোকানদার নিম্নমানের ও ভেজাল সেমাই বিক্রি করে থাকেন, শিক্ষিত সমাজের কাছে সেটা সম্ভব হয় না। মফস্বলের মুদি ব্যবসায়ী আবুল বাশার জানান, ‘সকল কোম্পানি আসি বলে আমারটাই ভালো, আসলে কোনটা ভালো-মন্দ সেটা আমরা নিশ্চিত করতে পারি না, সকলেই চটকদার বিজ্ঞাপন দিয়ে যান।’
এক প্রশ্নের জবাবে আরেক ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ‘আমার দোকানে কোনো নিম্নমানের সেমাই নেই এবং মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রি করি না।’একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা গেছে, এসব নিম্নমানের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই অনেক দোকানে বিক্রি হচ্ছে। এগুলো খেয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, তাই এ ব্যাপারে প্রশাসনের নজরদারি করা উচিত।
চাটখিল পৌর মেয়র ও বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ভিপি বলেন, নিম্নমানের ও ভেজাল সেমাই বিক্রি করলে প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেজাল খাদ্য নিয়ে আমরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি এবং ভোক্তা অধিকার আইনে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪