Ajker Patrika
সাক্ষাৎকার

শখের বশে সিনেমা মুক্তি দেওয়া সবার জন্য ক্ষতিকর: জিয়াউল রোশান

শখের বশে সিনেমা মুক্তি দেওয়া সবার জন্য ক্ষতিকর: জিয়াউল রোশান

ঈদ এলেই জমজমাট হয়ে ওঠে সিনেমাপাড়া। এবার রোজার ঈদেও মুক্তির দৌড়ে আছে এক ডজন সিনেমা। তালিকায় আছে চিত্রনায়ক জিয়াউল রোশানের দুটি সিনেমা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’। নতুন দুই সিনেমা ও অন্যান্য বিষয়ে রোশানের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ

এবার ঈদে আপনার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমা দুটি নিয়ে বলুন।
এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘ডেডবডি’ ও ‘মায়া: দ্য লাভ’। ভিন্ন জনরার দুটি সিনেমা। ডেডবডি হরর থ্রিলার আর মায়া হচ্ছে রোমান্টিক অ্যাকশন ধাঁচের। 

আপনার অভিনীত চরিত্রগুলো কেমন?
ডেডবডি সিনেমার চরিত্রটিতে সাসপেন্স আছে। এ ধরনের চরিত্র নিয়ে বলতে গেলে সাসপেন্স নষ্ট হয়ে যায়। আমি চাই দর্শক হলে গিয়েই সেটা দেখুক। আমার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অন্বেষা রায়। অন্যদিকে, মায়াতে আমাকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। চেনা গল্পেই নানা টুইস্ট দর্শকদের ভাবাবে। এতে আমার সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও শবনম বুবলী।

শবনম বুবলীর সঙ্গে এখন পর্যন্ত ৮টি সিনেমায় কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? 
কাজ করতে করতে তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তাঁর সঙ্গেই বেশি কাজ হয়েছে। ফলে আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। তাই নির্মাতারাও আমাদের জুটিটা পছন্দ করছেন। 

এবার ঈদে এক ডজন সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। হলসংকটের এই সময়ে এত সিনেমা মুক্তির বিষয়টি কীভাবে দেখছেন?
শেষ পর্যন্ত হয়তো এত সিনেমা মুক্তি পাবে না। আমার মনে হয় ঈদে তিন থেকে চারটি সিনেমা মুক্তি পেলে ভালো। দর্শক তিন থেকে চারটি সিনেমাই দেখার সময় সুযোগ পায়। শখের বশে সিনেমা মুক্তি দেওয়া ইন্ডাস্ট্রি, সিনেমা, প্রযোজক—সবার জন্য ক্ষতিকর। শুধু ঈদকে ঘিরে নয়, সুবিধা অনুযায়ী সারা বছর সিনেমা মুক্তি দেওয়া উচিত। 

মুক্তির অপেক্ষায় আর কী সিনেমা আছে?
মুক্তির অপেক্ষায় থাকা আমার সিনেমার তালিকাটা বেশ লম্বা। ‘রিভেঞ্জ’, ‘জামদানি’, ‘প্রেমপুরাণ’, ‘পুলসিরাত’ ও ‘এক্সকিউজ মি’ সিনেমার কাজ শেষ। ‘তুমি যেখানে আমি সেখানে’র কাজও প্রায় শেষ। কোরবানির ঈদেও দুটি সিনেমা মুক্তির কথা আছে।

এখন কোন সিনেমার শুটিং করছেন?
পুলসিরাত সিনেমার শুটিং শেষ করলাম। অপারেশন জ্যাকপটের শুটিং করছি। 

এই যে এক সিনেমার কাজ সম্পূর্ণ শেষ না করেই আরেক সিনেমার শুটিং করছেন। এতে চরিত্র ধারণ করতে সমস্যা হয় না?
বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের সিনেমার শুটিং একবারে শেষ করা সম্ভব হয় না। আজ এক চরিত্র তো কাল আরেক চরিত্র, এভাবে কাজ করতে কিছুটা সমস্যা তো হয়ই। আমাদের যেহেতু সীমাবদ্ধতা আছে, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। তা ছাড়া কাজ করতে করতে শিল্পীদের একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়।

অপারেশন জ্যাকপট সিনেমায় আটজন নায়ক কাজ করছেন। আরও কয়েকটি মাল্টিকাস্টিং সিনেমায় আপনাকে দেখা গেছে। এ ধরনের সিনেমায় অভিনয়ের বিষয়ে বলুন।
অপারেশন জ্যাকপটকে আমি মাল্টিকাস্টিং সিনেমা হিসেবে দেখছি না। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। সেই সময়ের নৌ-কমান্ডো বাহিনীর পরিচালিত চারটি অভিযান দেখানো হবে। যিনি সবচেয়ে বড় অভিযানটির নেতৃত্বে দিয়েছেন সেই চরিত্রটি আমি করছি। মাল্টিকাষ্টিং সিনেমা হলেও চরিত্র নিশ্চিত হয়েই রাজি হয়েছি। তা ছাড়া, গুরুত্ব থাকলে চার-পাঁচটি দৃশ্যেও নিজেকে মেলে ধরা যায়। 

সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন। নতুন কোনো কাজের খবর?
মাহমুদুর রহমান হিমির ‘হাইড অ্যান্ড সিক’ নামের ওয়েব ফিল্মে অতিথি চরিত্র করলাম। এতে আমি একজন সুপারস্টার। ‘হারাধনের ১০টি ছেলে’ নামের একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত