Ajker Patrika

বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখ সারির যোদ্ধা ও ষাটোর্ধ্বরা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখ সারির যোদ্ধা ও ষাটোর্ধ্বরা

কুমিল্লায় করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিকভাবে সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা বুস্টার ডোজ পাচ্ছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, যাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে তাঁরা মোবাইল ফোনে খুদে বার্তা পাবেন। এরপর তাঁরা নির্ধারিত কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। প্রাথমিক ভাবে ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজের আওতায় আনা হচ্ছে।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘কুমিল্লা নগরের যাঁরা এ পর্যায়ে বুস্টার ডোজ নেওয়ার খুদে বার্তা পাবেন, তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। এর আগে যাঁরা যেকোনো কোম্পানির টিকার দুটি ডোজ সম্পন্ন করেছেন, তাঁরাই ফাইজারের এক ডোজ টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে।’

এদিকে বুস্টার ডোজের টিকাদানের প্রথম দিনে ৩২৪ জন টিকা নিয়েছেন। এঁদের মধ্যে ২২৩ জন পুরুষ এবং ১০১ জন নারী রয়েছেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে কুমিল্লা মেডিকেলে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বরাদ্দ অনুযায়ী ফ্রন্টলাইনার ও বয়স্করা পাবেন। তবে ধীরে ধীরে সবাইকেই এর আওতায় আনা হবে।’

এদিকে যাঁরা মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি তাঁরা আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। এই সময়ের পর কেউ আর মডার্নার দ্বিতীয় ডোজ নিতে পারবেন না বলে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত