Ajker Patrika

জাপান-দ. কোরিয়ার শিরোপা লড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ২৬
জাপান-দ. কোরিয়ার শিরোপা লড়াই

এশিয়ান কুলীনদের আসর চ্যাম্পিয়নস ট্রফিতে এত দিন একতরফা ছড়ি ঘুরিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আগের পাঁচ আসরের ফাইনালের প্রতিটিতেই অন্তত দুই দলের কেউ না কেউ ছিলই। সর্বোচ্চ তিনবার করে চ্যাম্পিয়নও হয়েছে এই দুই দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই আধিপত্য খর্ব করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় হকি বিশ্ব।

২০১৩ আসরে সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেছিল জাপান। দক্ষিণ কোরিয়ার সেই অভিজ্ঞতাও হয়নি। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ অবশেষে এই আসরের প্রথম শিরোপা জয়ের হাতছানি দেখছে জাপান-কোরিয়া। গতকাল সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে ৬-৫ গোলে হারিয়েছে কোরিয়া। আর ভারত যেন উড়েই গেল জাপানের কাছে। এশিয়ান দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতকে ৫-৩ গোলে হারিয়েছে জাপান। অথচ গ্রুপ পর্বে এই ভারতের কাছে রীতিমতো ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি।

গতকাল দিনের প্রথম ম্যাচে তৃতীয় মিনিটে অধিনায়ক ওমর ভুট্টোর গোলে কোরিয়ার বিপক্ষে দাপুটে শুরুরই ইঙ্গিত দিয়েছিল আগের পাঁচ আসরের সব ফাইনালেই খেলা পাকিস্তান। কিন্তু ম্যাচের সময় যত পার হয়েছে, লাগামটা পাকিস্তানের হাত থেকে কেড়ে নিয়েছেন কোরিয়ানরা। পাল্টাপাল্টি গোলের খেলায় উত্তেজনা ছিল ম্যাচের পুরো সময়ই। কিন্তু পার্থক্যটা শেষ পর্যন্ত গড়ে দিয়েছেন জ্যাং জং ইয়োন। ৩৭ বছর বয়সে করেছেন ৪ গোল! তাতেই প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তান।

পরের ম্যাচে ভারতকে দাঁড়াতেই দেয়নি জাপান। প্রথম দুই মিনিটে দুই গোলে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন জাপানিরা। একপর্যায়ে ৪-১ ব্যবধানেও এগিয়ে ছিল তারা। শেষ দিকে দুই গোল দিয়ে ব্যবধান কমালেও ম্যাচে সমতায় আর ফিরতে পারেনি ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত