Ajker Patrika

খুশকির চটজলদি সমাধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
খুশকির চটজলদি সমাধান

খুশকি নারী-পুরুষ সবার জন্য একটি সাধারণ সমস্যা। সময়মতো সচেতন না হলে এবং সঠিক যত্ন না নিলে এ সমস্যা মারাত্মক হয়ে উঠতে পারে। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘খুশকির কারণে চুল পড়তে পারে। যখন আমাদের মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং মরা কোষগুলো উঠতে থাকে, তখন সেটাকে আমরা খুশকি বলি। যখন এই মরা কোষ অনেক বেশি পরিমাণে উঠতে থাকে, তখন চুল অপুষ্টিতে তো ভোগেই, পাশাপাশি গোড়া দুর্বল হয়ে পড়ে।’

ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়ে খুশকির সমস্যা সমাধান করা যেতে পারে।

  • ছোলার ডালে রয়েছে ভিটামিন বি-৬ (পাইরিডক্সিন) ও জিংক। ছোলার ডাল বাটার সঙ্গে দই মিশিয়ে মাথার ত্বকে লাগাতে পারেন।
  • খুশকি নিরাময়ে মাথার ত্বকে রসুন বাটা লাগাতে পারেন। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা মাথার ত্বকে রসুনের রসে পানি মিশিয়ে লাগাতে পারেন।
  • গোসলের সময় শেষবার চুল ধোয়ার আগে মাথার ত্বকে আপেলের রস ম্যাসাজ করতে পারেন।
  • কলার অনেক গুণ। তাই নিয়মিত কলা খান। এ ছাড়া কলার পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

ভিনেগার খুশকি দূর করতে খুব ভালো কাজ করে। ভিনেগারে তুলো ভিজিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। ‍

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত