Ajker Patrika

খুশকির চটজলদি সমাধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
খুশকির চটজলদি সমাধান

খুশকি নারী-পুরুষ সবার জন্য একটি সাধারণ সমস্যা। সময়মতো সচেতন না হলে এবং সঠিক যত্ন না নিলে এ সমস্যা মারাত্মক হয়ে উঠতে পারে। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘খুশকির কারণে চুল পড়তে পারে। যখন আমাদের মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং মরা কোষগুলো উঠতে থাকে, তখন সেটাকে আমরা খুশকি বলি। যখন এই মরা কোষ অনেক বেশি পরিমাণে উঠতে থাকে, তখন চুল অপুষ্টিতে তো ভোগেই, পাশাপাশি গোড়া দুর্বল হয়ে পড়ে।’

ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়ে খুশকির সমস্যা সমাধান করা যেতে পারে।

  • ছোলার ডালে রয়েছে ভিটামিন বি-৬ (পাইরিডক্সিন) ও জিংক। ছোলার ডাল বাটার সঙ্গে দই মিশিয়ে মাথার ত্বকে লাগাতে পারেন।
  • খুশকি নিরাময়ে মাথার ত্বকে রসুন বাটা লাগাতে পারেন। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা মাথার ত্বকে রসুনের রসে পানি মিশিয়ে লাগাতে পারেন।
  • গোসলের সময় শেষবার চুল ধোয়ার আগে মাথার ত্বকে আপেলের রস ম্যাসাজ করতে পারেন।
  • কলার অনেক গুণ। তাই নিয়মিত কলা খান। এ ছাড়া কলার পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

ভিনেগার খুশকি দূর করতে খুব ভালো কাজ করে। ভিনেগারে তুলো ভিজিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। ‍

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত