Ajker Patrika

আ.লীগের প্রার্থী বাতিলের দাবি দলের একাংশের

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩: ২০
আ.লীগের প্রার্থী বাতিলের দাবি দলের একাংশের

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মাঠে নেমেছেন স্থানীয় নেতা-কর্মীরা। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাক্কারুল আলমের মনোনয়ন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী ও দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার কাছে আবেদন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামসুজ্জোহা। গত ২৫ অক্টোবর এ আবেদন করা হয়।

মোজাক্কারুল আলমের বিরুদ্ধে সাধারণ সম্পাদকের পদ অপব্যবহার করে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে নৌকা প্রতীকপ্রাপ্ত এই নেতার বিরুদ্ধে এলাকার সাধারণ ভোটারসহ দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ রয়েছে। আসন্ন নির্বাচনে তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলে এই ইউনিয়নে নৌকার জয় অনিশ্চিত হবে বলে বিভিন্ন সভা-সমাবেশে দাবি করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দলের অন্য নেতা-কর্মীরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জোহা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থাকার সুবাদে ইউনিয়নের ভিজিডি, ভিজিএফ, ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল, কৃষি প্রণোদনা, সার, কীটনাশক, এলাকায় বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মোজাক্কারুল আলমের বিরুদ্ধে। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেওয়ার আশ্বাসে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।

আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বলেন, ‘সাধারণ সম্পাদক রাজনীতি করেন দলকে ব্যবহার করে। দলের চেয়ে ব্যক্তিস্বার্থই তাঁর কাছে বড়।’

বড় সিঙ্গিয়া গ্রামের শাহীনুর রহমান, বর্ষালুপাড়া গ্রামের আপেল হোসেন জানান, সরকারি ঘর বরাদ্দ দেওয়ার জন্য তাঁদের কাছ থেকে ২০ হাজার করে টাকা নিয়েছেন। একই ইউনিয়নের মোলানী সেনপাড়া গ্রামের সুসেন চন্দ্র সেন বলেন, বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য সাধারণ সম্পাদক ৬০ হাজার টাকা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত