নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নগরীর যে খালগুলো ভরাট করা হয়েছে, তাতে গাইড ওয়ালের কাজ শেষ হোক বা না হোক, তা পরিষ্কার করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
মেয়র বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো, এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে খাল ও নালাগুলো ভরাট করা হয়েছে। এগুলো অপসারণ করতে চসিক বারবার তাগাদা দেওয়ার পরও সমস্যা দূর হয়নি। তারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভরাট হওয়া খাল ও নালাগুলো পরিষ্কার করবে বলে চূড়ান্ত কথা দিয়েছে।
গতকাল রোববার সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের ১৩তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব বলেন।
মেয়র আরও বলেন, ‘আমরা আশা করব, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা তাদের কথা রাখবে। যদি তারা ব্যর্থ হয়, তাহলে চসিক কোনো অবস্থায় জলজট ও জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি মেনে নেবে না।
রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর মেগা প্রকল্পের আওতায় ৩৬টি খালের কাজ চলছে। বাকি ২১টি খালের অবস্থান চিহ্নিত করা, কী অবস্থায় আছে, তা প্রতিবেদন আকারে পেশ করার জন্য তিনি প্রকৌশল বিভাগকে নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া নগরীতে যেসব খাল ও নালা থেকে মাটি তোলার কাজ চলছে, তাতে প্রয়োজনীয় এক্সকাভেটর, ডাম্প ট্রাক ও জনবলের অপ্রতুলতা লক্ষ করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ সমস্যা সমাধানে প্রয়োজনে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক ভাড়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, ‘আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়তে হলে চট্টগ্রামের উন্নয়ন সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন। এ জন্য প্রধানমন্ত্রী চট্টগ্রামের সার্বিক উন্নয়নের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন। তাই চসিকের মাধ্যমে যেসব প্রকল্প ও ধারাবাহিক কাজ চলছে, সেই কাজগুলো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। চসিকের মূলত তিনটি কাজ—নগরীর পরিচ্ছন্নতা, আলোকায়ন ও রাস্তাঘাট সংস্কার। এ জন্য নগরবাসী চসিককে কর দেন। তাই এই মৌলিক কাজগুলোতে কোনো অবহেলা করা চলবে না। যদি অবহেলা পরিলক্ষিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর আলোকায়ন বিষয়ে ক্ষোভ প্রকাশ মেয়র বলেন, এখনো অনেক ওয়ার্ডে পর্যাপ্ত আলোকায়ন পরিলক্ষিত হচ্ছে না। যেখানে পোল, শেড নেই; সেখানে পুরাতন পোল ও শেড ব্যবহার করে আলোকায়নের ব্যবস্থা নিতে হবে। তিনি পুরাতন বিদ্যুৎ পোল জোড়া লাগিয়ে স্থাপনের বিষটি তদন্ত কমিটি গঠন করে সার্বিক তথ্য বের করতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বান জানান।
চসিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার জন্য ছয়টি জোনে বিভক্ত করে ছয়জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, জোন প্রধান এবং এলাকার সুপারভাইজার তদারকির মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে কোনো অবহেলা করা হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মশার উপদ্রবের বিষয়ে মেয়র বলেন, মশকনিধনের জন্য আলাদা একটি সেল গঠন করা হয়েছে। ওষুধ ছিটানোর কাজটি যথাযথভাবে করা হচ্ছে কি না, তা তদারকির জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের পরিচালনায় সভায় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা বক্তব্য দেন।
এতে বিভিন্ন সংস্থা থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. তাসাউর, ফায়ার ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী, বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. ইফতেখার উল্লাহ মামুন, ডিপিএইচইএর এসডিও প্রকৌশলী মো. গোলাম মোর্শেদ প্রমুখ।
জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নগরীর যে খালগুলো ভরাট করা হয়েছে, তাতে গাইড ওয়ালের কাজ শেষ হোক বা না হোক, তা পরিষ্কার করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
মেয়র বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো, এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে খাল ও নালাগুলো ভরাট করা হয়েছে। এগুলো অপসারণ করতে চসিক বারবার তাগাদা দেওয়ার পরও সমস্যা দূর হয়নি। তারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভরাট হওয়া খাল ও নালাগুলো পরিষ্কার করবে বলে চূড়ান্ত কথা দিয়েছে।
গতকাল রোববার সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের ১৩তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব বলেন।
মেয়র আরও বলেন, ‘আমরা আশা করব, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা তাদের কথা রাখবে। যদি তারা ব্যর্থ হয়, তাহলে চসিক কোনো অবস্থায় জলজট ও জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি মেনে নেবে না।
রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর মেগা প্রকল্পের আওতায় ৩৬টি খালের কাজ চলছে। বাকি ২১টি খালের অবস্থান চিহ্নিত করা, কী অবস্থায় আছে, তা প্রতিবেদন আকারে পেশ করার জন্য তিনি প্রকৌশল বিভাগকে নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া নগরীতে যেসব খাল ও নালা থেকে মাটি তোলার কাজ চলছে, তাতে প্রয়োজনীয় এক্সকাভেটর, ডাম্প ট্রাক ও জনবলের অপ্রতুলতা লক্ষ করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ সমস্যা সমাধানে প্রয়োজনে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক ভাড়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, ‘আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়তে হলে চট্টগ্রামের উন্নয়ন সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন। এ জন্য প্রধানমন্ত্রী চট্টগ্রামের সার্বিক উন্নয়নের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন। তাই চসিকের মাধ্যমে যেসব প্রকল্প ও ধারাবাহিক কাজ চলছে, সেই কাজগুলো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। চসিকের মূলত তিনটি কাজ—নগরীর পরিচ্ছন্নতা, আলোকায়ন ও রাস্তাঘাট সংস্কার। এ জন্য নগরবাসী চসিককে কর দেন। তাই এই মৌলিক কাজগুলোতে কোনো অবহেলা করা চলবে না। যদি অবহেলা পরিলক্ষিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর আলোকায়ন বিষয়ে ক্ষোভ প্রকাশ মেয়র বলেন, এখনো অনেক ওয়ার্ডে পর্যাপ্ত আলোকায়ন পরিলক্ষিত হচ্ছে না। যেখানে পোল, শেড নেই; সেখানে পুরাতন পোল ও শেড ব্যবহার করে আলোকায়নের ব্যবস্থা নিতে হবে। তিনি পুরাতন বিদ্যুৎ পোল জোড়া লাগিয়ে স্থাপনের বিষটি তদন্ত কমিটি গঠন করে সার্বিক তথ্য বের করতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বান জানান।
চসিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার জন্য ছয়টি জোনে বিভক্ত করে ছয়জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, জোন প্রধান এবং এলাকার সুপারভাইজার তদারকির মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে কোনো অবহেলা করা হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মশার উপদ্রবের বিষয়ে মেয়র বলেন, মশকনিধনের জন্য আলাদা একটি সেল গঠন করা হয়েছে। ওষুধ ছিটানোর কাজটি যথাযথভাবে করা হচ্ছে কি না, তা তদারকির জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের পরিচালনায় সভায় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা বক্তব্য দেন।
এতে বিভিন্ন সংস্থা থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. তাসাউর, ফায়ার ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী, বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. ইফতেখার উল্লাহ মামুন, ডিপিএইচইএর এসডিও প্রকৌশলী মো. গোলাম মোর্শেদ প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫