Ajker Patrika

ছাত্রলীগের নিহত দুই নেতার বাড়িতে মাতম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছাত্রলীগের নিহত দুই নেতার বাড়িতে মাতম

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছেন। তাঁদের বাড়িতে চলছে মাতম। সন্তান হারিয়ে মূর্ছা যাচ্ছেন তাঁদের মায়েরা। থামছে না কান্না।

গত রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হন। আহত হন ২৫ জনের বেশি মানুষ। 
ওই সংঘর্ষে সৈয়দপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক নেতা ও কলেজ সংসদের সাবেক সহক্রীড়া সম্পাদক মহসিন আলী সাগর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অলিউল হাসান জুয়েল। গতকাল সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মহসিন আলী সাগর সৈয়দপুরের কুন্দল কলেজপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও অলিউল কামারপকুর ইউনিয়নের নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মৃত মঞ্জু সরকারের ছেলে। 
গতকাল বাদ জোহর সৈয়দপুর সরকারি কলেজ মাঠে মহসিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। বাদ আসর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অলিউলের জানাজা হয়। তাঁকে স্থানীয় হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে অলিউলের বাড়িতে চলছে মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা উম্মে হাবিবা কুলসুম। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। স্বামীর মৃত্যুর পর ছেলেই ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাঁর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। একই অবস্থা দেখা গেছে মহসিনের বাড়িতেও। মহসিনের মা ছালেহা খাতুনও অচেতন হয়ে আছেন। নিহতদের স্বজনেরা জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুরে যাওয়ার উদ্দেশে তাঁরা সৈয়দপুর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাসে ওঠেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত