Ajker Patrika

বরাদ্দ শেষ, বন্ধ টিকাদান

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৩
বরাদ্দ শেষ, বন্ধ টিকাদান

রংপুরের কাউনিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে বরাদ্দ টিকার মজুত শেষ হয়ে গেছে। যার ফলে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, সর্বশেষ গতকাল সোমবার উপজেলায় ৭২০ জনকে টিকা দেওয়ার পর বরাদ্দ শেষ হয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আবু রায়হান প্রামাণিক জানান, করোনার টিকা নেওয়ার জন্য কাউনিয়ায় গত রোববার পর্যন্ত ৬৩ হাজার ৩১৭ জন অনলাইনে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।

নিবন্ধিতদের মধ্যে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রের বুথে ৩৮ হাজার ৩০৭ জনকে প্রথম ডোজ এবং ২৩ হাজার ৭৬২ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।

আবু রায়হান বলেন, ‘নিবন্ধনকারী ২৫ হাজার ১০ ব্যক্তির এখনো প্রথম ডোজ নেওয়া বাকি রয়েছে। কিন্তু এ পর্যন্ত টিকার যে বরাদ্দ ছিল তা সোমবার শেষ হয়ে গেছে।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, ‘সোমবার ৭২০ ব্যক্তিকে টিকা দেওয়ার পর বরাদ্দ শেষ হয়। এখন বরাদ্দ না থাকায় টিকা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।’

ডা. মীর হোসেন জানান, বরাদ্দ না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টিকার বরাদ্দ পাওয়া গেলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত