Ajker Patrika

সিলেট চেম্বারের নতুন কমিটিকে সংবর্ধনা

সিলেট সংবাদদাতা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
সিলেট চেম্বারের নতুন কমিটিকে সংবর্ধনা

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার নগরীর জেল রোডে সংগঠনের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো. আতিক হোসেন ও পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে সংবর্ধনা দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সাগর, অর্থ সম্পাদক জয় দেব চক্রবর্তী, কার্যকরী সদস্য সুহেল আহমদ, মো. কামাল উদ্দিন, মনিরুল হক, আব্দুল আহাদ। সিলেট জেলা ইট প্রস্তুত মালিক গ্রুপের সহসভাপতি হাজী মো. আব্দুল আহাদ, সহসাধারণ সম্পাদক কয়েছ আহমদ, অর্থ সম্পাদক মো. আমির আলী, কার্যকরী সদস্য মুন্সি আমিনুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. শফিকুর রহমান, মাজহারুল অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, সিলেট ঠিকাদার ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, পরিচালক মো. কবির উদ্দিন চৌধুরী, সঞ্জয় কুমার দেব, নুরুল ইসলাম নুর, সাহেদ আহমদ, আনিসুর রহমান আনিস, কালিঘাট কাঁচামাল আড়তদার সমিতির সভাপতি শরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত