Ajker Patrika

দুই বছর ধরে জলাবদ্ধ রাস্তা চলাচলে ভোগান্তি মানুষের

গাজী আবদুল কুদ্দুস, ডুমুরিয়া
আপডেট : ১৭ মে ২০২২, ১৫: ১১
Thumbnail image

খুলনার ডুমুরিয়ায় দুই বছর ধরে একটি ইটের সোলিং রাস্তা পানিবদ্ধ হয়ে আছে। দীর্ঘদিন ধরে পানিবদ্ধ থাকায় ওই এলাকায় বসবাসকারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের ফিডার রোড (কাউন্সিল রোড) থেকে পূর্ব দিকে ৩০০ ফুটের মতো ইটের সোলিংয়ের এই রাস্তাটি নির্মিত। মূলত কাউন্সিল রোডের নালায় পানি নিষ্কাশন হতো ওই রাস্তাটির।

কিন্তু ৪ বছর আগে কাউন্সিল রোড পুনর্নির্মাণের সময় ২ ফুটের মতো উঁচু করা হয়। এরপর রাস্তার পূর্ব প্রান্তে একটি নিচু জমি দিয়ে পানি নেমে যেত পূর্বপাশের নালায়।

কিন্তু কিছুদিন আগে ওই জমির মালিকেরা জমিতে মাটি ভরাট করে উঁচু করার কারণে রাস্তা থেকে পানি আর নিষ্কাশন হচ্ছে না। যে কারণে চলতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সামান্য বৃষ্টি হলেও সেই পানি রাস্তায় জমে একদিকে যেমন মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

অন্যদিকে পানিতে ময়লা আবর্জনা পড়ে তা পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এর ফলে ওই এলাকায় বসবাসকারী শতাধিক পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে।

এমন পরিস্থিতিতে এলাকাবাসী রাস্তা থেকে সাময়িকভাবে পানি নিষ্কাশনের জন্য পূর্ব পাশের জমির ওপর দিয়ে একটি নালা খনন করতে চাইলে জমির মালিকেরা রাজি না হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তারপর তারা সম্মিলিতভাবে আটলিয়া ইউনিয়ন পরিষদের ৯ (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। তাঁর পরিপ্রেক্ষিতে গত শনিবার চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন সরেজমিনে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জমির মালিকের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চুকনগর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন মালি, চুকনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আবদুল হালিম শাহীন, মাহাতাপ হোসেন মোড়ল, জমির মালিক সাজ্জাত আলী মোড়ল, তপন কুমার নন্দী, যুবলীগ নেতা ইকবাল হোসেন সালাম প্রমুখ।

মতবিনিময় সভায় এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য জমির মালিক সাজ্জাত আলী মোড়ল ও তপন কুমার নন্দীর সম্মতিতে তাদের জমির ওপর দিয়ে সাময়িকভাবে একটি নালা খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নালাটি খনন করা হয়।

তবে রাস্তা থেকে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য রাস্তাটি ২ ফুট উঁচু করা এবং রাস্তার পাশ দিয়ে একটি পাকা ড্রেন কাউন্সিল রোডের ড্রেনে সংযুক্ত করার জন্য খুলনা-৫ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত