নওগাঁ প্রতিনিধি
নওগাঁর কৃষিতে সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে নতুন সবজি ‘স্কোয়াশ’। এ সবজি চাষ করেছেন সদর উপজেলার কৃষক আব্দুল লতিফ। খরচ কম ও বাজারে চাহিদা থাকায় অধিক লাভের আশা তাঁর। বাম্পার ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন স্কোয়াশ চাষে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলপুর গ্রামের কৃষক আব্দুল লতিফ এক বিঘা জমিতে হাইব্রিড জাতের স্কোয়াশ চাষ করেছেন। বীজ রোপণের দেড় মাসেই ফুল আর ফলে ভরে যায় খেত। একেকটির ওজন দুই-আড়াই কেজি। নতুন এ সবজি দেখতে প্রতিদিনই আব্দুল লতিফের খেতে আসছেন অনেকে। ভালো ফলন দেখে তাঁরাও আগ্রহী হচ্ছেন স্কোয়াশ চাষে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষিতে নতুন সম্ভাবনা স্কোয়াশ। খরচ ও পরিচর্যার তুলনায় লাভ বেশি হওয়ায় স্কোয়াশ চাষে আগ্রহ বাড়ছে দিন দিন। স্কোয়াশ চাষ এ অঞ্চলে প্রথম হলেও এরই মধ্যে চাষিদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে এ সবজির চাষা হয়েছে। বীজ রোপণের মাত্র দুই মাসে গাছে ফল ধরে। এটি অনেকটা বাঙ্গির মতো দেখতে হলেও মিষ্টি কুমড়াজাতীয় সবজি। নওগাঁয় স্কোয়াশ প্রথমবারের মতো চাষ হলেও বাজারে এর চাহিদা ও দাম ভালো। এখন অনেকেই স্কোয়াশ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
এ বিষয়ে কৃষক আব্দুল লতিফ বলেন, গত বছরের অক্টোবরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় স্কোয়াশ বীজ রোপণ করেন তিনি। বর্তমানে খেতে স্কোয়াশগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে। চলতি মাসেই বিক্রি শুরু করবেন তিনি। এখন প্রতিটি স্কোয়াশ দুই থেকে আড়াই কেজি ওজন হয়েছে।
লতিফ আরও বলেন, তাঁর এক বিঘা জমিতে ১৩টি সারিতে মোট ৫৫২টি গাছ আছে। কীটনাশক ও সেচ খরচ দিয়ে প্রতি বিঘায় ২০-২৫ হাজার টাকার মতো খরচ হবে। বর্তমানে প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ বলেন, কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব এ সবজি চাষ করে। কৃষক লতিফকে পরামর্শ ও সহায়তা করা হয়েছে। খুব সুন্দর ফলন হয়েছে। আশা করা যাচ্ছে তিনি বেশ লাভবান হবেন।
নওগাঁর কৃষিতে সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে নতুন সবজি ‘স্কোয়াশ’। এ সবজি চাষ করেছেন সদর উপজেলার কৃষক আব্দুল লতিফ। খরচ কম ও বাজারে চাহিদা থাকায় অধিক লাভের আশা তাঁর। বাম্পার ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন স্কোয়াশ চাষে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলপুর গ্রামের কৃষক আব্দুল লতিফ এক বিঘা জমিতে হাইব্রিড জাতের স্কোয়াশ চাষ করেছেন। বীজ রোপণের দেড় মাসেই ফুল আর ফলে ভরে যায় খেত। একেকটির ওজন দুই-আড়াই কেজি। নতুন এ সবজি দেখতে প্রতিদিনই আব্দুল লতিফের খেতে আসছেন অনেকে। ভালো ফলন দেখে তাঁরাও আগ্রহী হচ্ছেন স্কোয়াশ চাষে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষিতে নতুন সম্ভাবনা স্কোয়াশ। খরচ ও পরিচর্যার তুলনায় লাভ বেশি হওয়ায় স্কোয়াশ চাষে আগ্রহ বাড়ছে দিন দিন। স্কোয়াশ চাষ এ অঞ্চলে প্রথম হলেও এরই মধ্যে চাষিদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে এ সবজির চাষা হয়েছে। বীজ রোপণের মাত্র দুই মাসে গাছে ফল ধরে। এটি অনেকটা বাঙ্গির মতো দেখতে হলেও মিষ্টি কুমড়াজাতীয় সবজি। নওগাঁয় স্কোয়াশ প্রথমবারের মতো চাষ হলেও বাজারে এর চাহিদা ও দাম ভালো। এখন অনেকেই স্কোয়াশ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
এ বিষয়ে কৃষক আব্দুল লতিফ বলেন, গত বছরের অক্টোবরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় স্কোয়াশ বীজ রোপণ করেন তিনি। বর্তমানে খেতে স্কোয়াশগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে। চলতি মাসেই বিক্রি শুরু করবেন তিনি। এখন প্রতিটি স্কোয়াশ দুই থেকে আড়াই কেজি ওজন হয়েছে।
লতিফ আরও বলেন, তাঁর এক বিঘা জমিতে ১৩টি সারিতে মোট ৫৫২টি গাছ আছে। কীটনাশক ও সেচ খরচ দিয়ে প্রতি বিঘায় ২০-২৫ হাজার টাকার মতো খরচ হবে। বর্তমানে প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ বলেন, কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব এ সবজি চাষ করে। কৃষক লতিফকে পরামর্শ ও সহায়তা করা হয়েছে। খুব সুন্দর ফলন হয়েছে। আশা করা যাচ্ছে তিনি বেশ লাভবান হবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪