Ajker Patrika

মিশুক মুনীর

সম্পাদকীয়
মিশুক মুনীর

মিশুক মুনীর ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র ভিডিওগ্রাহক। তাঁর পুরো নাম আশফাক মুনীর চৌধুরী। তাঁকে ‘বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ’ বলা হয়।

মিশুক মুনীরের জন্ম ১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর নোয়াখালীতে। তিনি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর মেজ ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন মিশুক মুনীর। পড়ালেখা শেষ করে নিজ বিশ্ববিদ্যালয়ের একই বিভাগেই শিক্ষকতা শুরু করেন। তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভিডিও জার্নালিজম কোর্স’-এর সূচনা করেন। ১৯৯৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রথম দিকে বার্তাপ্রধান হিসেবে যুক্ত হন। ২০০২ সালে দেশের গণ্ডি ছাপিয়ে সরাসরি আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মিশুক মুনীর। আফগানিস্তানে চিত্রায়িত প্রামাণ্য চিত্র ‘রিটার্ন টু কান্দাহার’-এর প্রধান চিত্রগ্রাহক ছিলেন তিনি।

২০০৭ সালে কানাডীয় সাংবাদিক পল জেয়োর সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন ‘রিয়েল নিউজ নেটওয়ার্ক’। সেখানে তিনি সম্প্রচারপ্রধান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। টরন্টোর ব্রেকথ্রো ফিল্মস, জে ফিল্মস ইত্যাদি প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ক্যামেরাপারসন ও প্রযোজক হিসেবে কাজ করেছেন।

মিশুক মুনীর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি সর্বশেষ এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করেন। প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও তিনি লিবিয়ার রাজনৈতিক সংকটের সময় সে দেশে কর্মরত বাংলাদেশিদের সংবাদ সংগ্রহ করতে নিজেই ছুটে যান। তিনি একাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশনের এবং কানাডিয়ান ইনডিপেনডেন্ট ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্য ও কানাডিয়ান সোসাইটি অব সিনেমাটোগ্রাফির সহযোগী সদস্য ছিলেন।

বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ সিনেমার প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের সঙ্গেই নিহত হন মিশুক মুনীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত