Ajker Patrika

বন্ধুত্বের টানেই এক সিনেমায়

আপডেট : ১২ জুন ২০২২, ০৯: ৪৭
বন্ধুত্বের টানেই এক সিনেমায়

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েক পরস্পরের ভালো বন্ধু। ‘এটারনালস’ সিনেমার শুটিংয়ে তাঁদের সেই বন্ধুত্ব আরও গভীর হয়। গত বছর শুটিংয়ে সালমা যখন লস অ্যাঞ্জেলসে, তখন তাঁর জন্মদিনে জোলি হাজির হয়েছিলেন কেক নিয়ে। ভীষণ আনন্দে উদ্‌যাপন করেছিলেন জন্মদিনটা।

অভিনয়ের পাশাপাশি জোলি এখন পরিচালনায়ও মনোযোগী। পঞ্চমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। তার আগেই অভিনয়ের জন্য কথা সেরেছেন বন্ধু সালমা হায়েকের সঙ্গে। সালমা এখনো নিয়মিত অভিনয় করেন। জোলির অনুরোধটা তাই ফেলেননি তিনি। ‘উইদাউট ব্লাড’ নামের সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় অভিনয় করবেন সালমা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি যৌথভাবে প্রযোজনাও করবেন জোলি। এতে সালমা ছাড়াও আছেন ডেমিয়ান বিচির। ইতালিয়ান লেখক অলেসানদ্রো বারিকোর বহুল পঠিত উপন্যাস অবলম্বনে তৈরি হবে সিনেমাটি।

‘উইদাউট ব্লাড’ সিনেমাটি জোলি তৈরি করছেন ফ্রিমেন্টালের ব্যানারে। গত বছরের মার্চেই এই প্রযোজনা সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন অভিনেত্রী। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি থেকে সিনেমা ছাড়াও তথ্যচিত্র ও সিরিজ নির্মাণ করবেন তিনি। ২০০৭ সালে ‘আ প্লেস ইন টাইম’ তথ্যচিত্র দিয়ে পরিচালনায় অভিষেক হয় জোলির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত