Ajker Patrika

বাল্যবিবাহের কুফল নিয়ে কর্মশালা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ৩৫
বাল্যবিবাহের কুফল নিয়ে কর্মশালা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাল্যবিবাহের কুফল, প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতার ওপর কর্মশালা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতদিয়া কেকেএস রিমেডিয়াল রুমে এ কর্মশালা হয়। কর্মজীবী কল্যাণ সংস্থার প্রদীপ প্রকল্পের আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।

প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, সেভ দ্য চিলড্রেন রাজবাড়ী জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান, সহকারী ব্যবস্থাপক ফিরোজা খাতুন, কেকেএস পিআইসি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।

বাল্যবিবাহের কুফল, প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতার ওপর বিষদ বিবরণে বক্তারা বলেন, নারী শিশুদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। নারী-পুরুষ সবার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত