ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে একদিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্যকলহের কারণে দুজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর গতকাল শুক্রবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পৃথক দুটি এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
ওই দুজন হলেন ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি বাবুপাড়া রেলকলোনির এলাকার বাসিন্দা সোহেল আফ্রিদি (২৩)। সে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন শহরের রহিমপুর এলাকার বাসিন্দা মনির হোসেন (১৮)।
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে আফ্রিদিকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। আপর দিকে বিকেল ৫টার দিকে মনিরকে তাঁর শোয়ার ঘরে আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তাঁর পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ সন্ধ্যার মধ্যেই দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের বরাত দিয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুম জানান, ২০১৬ সালের প্রেমের বিয়ে থেকে স্ত্রীর সঙ্গে আফ্রিদির সম্পর্কের টানাপোড়েন চলছিল। দীর্ঘদিন থেকে ওই কলহের কারণে হয়তো তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।
অপরদিকে মনিরের ব্যাপারে উপপরিদর্শক মাসুম জানান, ঢাকায় থাকা অবস্থায় মোবাইলে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রায় দুই সপ্তাহের মধ্যে তিনি ওই মেয়েকে ঢাকা থেকে বিয়ে করে ঈশ্বরদীর বাসায় নিয়ে আসেন। বিয়ের এক সপ্তাহের মধ্যেই তাঁদের মধ্যে শুরু হয় কলহ। দুই দিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরিবারের ধারণা, ওই কলহের কারণে অভিমানে সে আত্মহত্যা করেন।
পাবনার ঈশ্বরদীতে একদিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্যকলহের কারণে দুজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর গতকাল শুক্রবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পৃথক দুটি এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
ওই দুজন হলেন ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি বাবুপাড়া রেলকলোনির এলাকার বাসিন্দা সোহেল আফ্রিদি (২৩)। সে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন শহরের রহিমপুর এলাকার বাসিন্দা মনির হোসেন (১৮)।
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে আফ্রিদিকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। আপর দিকে বিকেল ৫টার দিকে মনিরকে তাঁর শোয়ার ঘরে আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তাঁর পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ সন্ধ্যার মধ্যেই দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের বরাত দিয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুম জানান, ২০১৬ সালের প্রেমের বিয়ে থেকে স্ত্রীর সঙ্গে আফ্রিদির সম্পর্কের টানাপোড়েন চলছিল। দীর্ঘদিন থেকে ওই কলহের কারণে হয়তো তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।
অপরদিকে মনিরের ব্যাপারে উপপরিদর্শক মাসুম জানান, ঢাকায় থাকা অবস্থায় মোবাইলে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রায় দুই সপ্তাহের মধ্যে তিনি ওই মেয়েকে ঢাকা থেকে বিয়ে করে ঈশ্বরদীর বাসায় নিয়ে আসেন। বিয়ের এক সপ্তাহের মধ্যেই তাঁদের মধ্যে শুরু হয় কলহ। দুই দিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরিবারের ধারণা, ওই কলহের কারণে অভিমানে সে আত্মহত্যা করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫