পাবনা প্রতিনিধি
পাবনায় যৌতুক মামলার অভিযোগকারী ও আসামিপক্ষের বিরোধের জেরে বহিরাগতদের হামলায় তিন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন। এ সময় বহিরাগতরা মামলার এক সাক্ষীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আইনজীবী লাঞ্ছিতের ঘটনায় জেলায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুল আহাদ বাবু বলেন, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম দুলাল তাঁর মক্কেল মো. কামরুজ্জামান, মক্কেলের জামাই মামলার সাক্ষী মো. মাসুদুজ্জামানকে নিয়ে গত বুধবার সকালে আদালতে আসেন। তাঁরা কামরুজ্জামানের স্ত্রীর করা যৌতুকের মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নিতে এসেছিলেন।
সকালে পাবনা বার সমিতির পাশের একটি হোটেলে নাশতা করার সময় একদল বহিরাগত যুবক তাঁদের অপহরণ করে নিয়ে যান। এ সময় কামরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হলেও বহিরাগত যুবকেরা তাঁর জামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে গিয়ে প্রথমে শহরের তাড়াশ ভবনে ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখেন।
পরে, বহিরাগতরা আবারও আদালত প্রাঙ্গণে এসে মামলা ইস্যুতে কামরুজ্জামান ও আইনজীবীদের সঙ্গে তর্ক শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবন এগিয়ে গেলে বহিরাগতরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে আইনজীবীরা পৌরসভা ভবনে দৌড়ে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাঁদের মারধর করেন।
আহত আইনজীবী রিজভী শাওন বলেন, খায়রুল আলমের মামলার সাক্ষী অপহরণ হওয়ায় তাঁর কাছে ঘটনা শুনছিলেন তাঁরা। এ সময় দুই যুবকের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের মারধর করেন।
পাবনা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, পৌরসভা চত্বরে ও মেয়রের কক্ষের সামনে হামলা করা হলেও পৌর কর্তৃপক্ষ তাঁদের রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি।
পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান বলেন, আইনজীবীদের কয়েকজন পৌর চত্বরে ঢুকলে তাঁদের পিছু নেওয়া কয়েকজন সেখানে এসে তাঁদের মারধর করেছে বলে শুনেছেন তিনি। বহিরাগতরা মারধরের পর জন্ম নিবন্ধনের সেবা নিতে আসাদের ভিড়ে মিশে যান। পরে আইনজীবীরা দল বেঁধে পৌরভবনে এলে নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ রাখা হয়েছিল।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু পৌরসভা চত্বরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পাবনায় যৌতুক মামলার অভিযোগকারী ও আসামিপক্ষের বিরোধের জেরে বহিরাগতদের হামলায় তিন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন। এ সময় বহিরাগতরা মামলার এক সাক্ষীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আইনজীবী লাঞ্ছিতের ঘটনায় জেলায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুল আহাদ বাবু বলেন, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম দুলাল তাঁর মক্কেল মো. কামরুজ্জামান, মক্কেলের জামাই মামলার সাক্ষী মো. মাসুদুজ্জামানকে নিয়ে গত বুধবার সকালে আদালতে আসেন। তাঁরা কামরুজ্জামানের স্ত্রীর করা যৌতুকের মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নিতে এসেছিলেন।
সকালে পাবনা বার সমিতির পাশের একটি হোটেলে নাশতা করার সময় একদল বহিরাগত যুবক তাঁদের অপহরণ করে নিয়ে যান। এ সময় কামরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হলেও বহিরাগত যুবকেরা তাঁর জামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে গিয়ে প্রথমে শহরের তাড়াশ ভবনে ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখেন।
পরে, বহিরাগতরা আবারও আদালত প্রাঙ্গণে এসে মামলা ইস্যুতে কামরুজ্জামান ও আইনজীবীদের সঙ্গে তর্ক শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবন এগিয়ে গেলে বহিরাগতরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে আইনজীবীরা পৌরসভা ভবনে দৌড়ে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাঁদের মারধর করেন।
আহত আইনজীবী রিজভী শাওন বলেন, খায়রুল আলমের মামলার সাক্ষী অপহরণ হওয়ায় তাঁর কাছে ঘটনা শুনছিলেন তাঁরা। এ সময় দুই যুবকের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের মারধর করেন।
পাবনা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, পৌরসভা চত্বরে ও মেয়রের কক্ষের সামনে হামলা করা হলেও পৌর কর্তৃপক্ষ তাঁদের রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি।
পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান বলেন, আইনজীবীদের কয়েকজন পৌর চত্বরে ঢুকলে তাঁদের পিছু নেওয়া কয়েকজন সেখানে এসে তাঁদের মারধর করেছে বলে শুনেছেন তিনি। বহিরাগতরা মারধরের পর জন্ম নিবন্ধনের সেবা নিতে আসাদের ভিড়ে মিশে যান। পরে আইনজীবীরা দল বেঁধে পৌরভবনে এলে নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ রাখা হয়েছিল।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু পৌরসভা চত্বরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪