Ajker Patrika

আত্রাইয়ে জমে উঠেছে প্রচার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
আত্রাইয়ে জমে উঠেছে প্রচার

নওগাঁর আত্রাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জমে উঠেছে প্রচার। পোস্টারে ছেয়ে গেছে আত্রাইয়ের জনপথ। গ্রামের সাধারণ মানুষ পছন্দের প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।

জাবা গেছে, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে নওগাঁর আত্রাইয়ে ৮টি ইউপিতে প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউপি দেখা গেছে, প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। তাঁরা গণসংযোগ চালিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। গ্রামের সাধারণ মানুষ পছন্দের প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।

আত্রাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আত্রাইয়ের ৮টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন—শাহাগোলায় শামসুন নাহার (নৌকা), মামুনুর রশিদ (ঢোল), সাজেদুর (মোটরসাইকেল), মোয়াজ্জেম (চশমা), আলা উদ্দিন (ঘোড়া), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল (আনারস)। ভোঁপাড়ায় নাজিম (নৌকা), জান বক্স (আনারস), মঞ্জুরুল মোল্লা (মোটরসাইকেল)। আহসানগঞ্জে আক্কাছ (নৌকা), মঞ্জুরুল (আনারস), সোহরাব (হাতপাখা)। পাঁচুপুরে আফছার (নৌকা), খবিরুল (চশমা), নিয়ামত (আনারস), মুক্তার (ঘোড়া), মুমিন (হাতপাখা), ময়েন (মোটরসাইকেল)। বিষশায় মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল (ঘোড়া), আসাদ (মোটরসাইকেল), ইসমাইল (রজনীগন্ধা), জব্বার (আনারস)। মনিয়ারিতে খায়রুল (নৌকা), সম্রাট (মোটরসাইকেল), মাসুদ (ঘোড়া), হাসান সারোয়ার (হাতপাখা)। কালিকাপুরে নাজমুল (নৌকা), আলা উদ্দিন (মোটরসাইকেল), আলম (আনারস), হাকিম (ঘোড়া)। হাটকালুপাড়াতে জহুরুল (চশমা), এলতাছ (ঘোড়া), সিদ্দিকুর (টেবিল ফ্যান), আকরাম (অটোরিকশা), আফজাল (মোটরসাইকেল) এবং শুকুর সরদার (আনারস)। এখানে মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭২০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪০১ জন।

প্রার্থীরা বলছেন, নিজেদের পছন্দের প্রতীক নিয়ে তাঁরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। সেই সঙ্গে নিজেদের প্রার্থিতার কথা জানিয়ে দিচ্ছেন এলাকার মানুষের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি।

ভোটাররা জানান, প্রতীক দেখে নয়, এলাকার উন্নয়নে কাজ করবেন—এমন প্রার্থীকেই বেছে নেবেন তাঁরা। পথে, ঘাটে, মাঠে সবখানে এখন নির্বাচনী হওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তাঁরা। যদিও আত্রাইয়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

এদিকে উপজেলার ৮টি ইউপিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থীরাও।

শাহাগোলা ইউপির নৌকার প্রার্থী শামসুন নাহার বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁদের ওপর ভরসা করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। তিনি আশা করছেন আত্রাইয়ের সবগুলো ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকার জয় নিশ্চিত করে সভাপতিকে উপহার দেবেন।

হাটকালুপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম জানান, এলাকায় তাঁর জনপ্রিয়তা বেশি। তাই তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত