Ajker Patrika

প্রচারে নেমেই সংঘর্ষ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৫৯
প্রচারে নেমেই সংঘর্ষ

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই প্রার্থীর কমপক্ষে ১৭ জন কর্মী আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বিজিবি ক্যাম্পের পাশে কোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসলে বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈকারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু মো. মোস্তফা কামাল মোটরসাইকেল প্রতীক পাওয়ার পর সন্ধ্যার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলের মহড়া নিয়ে এলাকায় যান। ঘোনা কোয়ারপাড়া এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলের বড় ছেলে মো. ইনজামুল হক ইমজা নৌকার কর্মীদের নিয়ে মোটরসাইকেল প্রতীকের মহড়ায় বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে।

এ সময় টহলরত সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল প্রতীকের কর্মী মো. আইব আলী (ভুট্টো) (৪০), মো. আনিসুর আলী (৩২), মুনছুর আলী, শিমুল হোসেন, ছবুর আলী, রাশেদুজ্জামান, শাহীন, নৌকার প্রার্থীর ছেলে এনজামুল হক ইমজা, ও হৃদয় হোসেনসহ ১৭ জন।

বৈকারী ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু মো. মোস্তফা কামাল জানান, বিকেলে মোটরসাইকেলে করে কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় যাচ্ছিলাম। এ সময় অসলের ছেলে ইমজাসহ সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর আক্রমণ করে। এতে আমার কমপক্ষে ৯ জন কর্মী আহত হয়। এ ছাড়া সন্ত্রাসীরা গতকাল বৃহস্পতিবার সকালেও আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে।

নৌকার প্রার্থী চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে জানান, মোস্তফা কামালের সন্ত্রাসী বাহিনী আমার দুই ছেলে ইনজা ও হৃদয়সহ কমপক্ষে ৮ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। রাতে আমার ঘর-বাড়ি ভাঙচুর করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেন জানান, বৈকারীর ঘটনায় আসাদুজ্জামান অসলে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। ১৫ জন জ্ঞাত ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...