Ajker Patrika

তিন নারী কাউন্সিলর আবার নির্বাচিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ২১
তিন নারী কাউন্সিলর আবার নির্বাচিত

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩ নারী কাউন্সিলর পদে পুরোনোদের ওপর আস্থা রেখেছেন ভোটারেরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে জয়ী হয়েছেন তাঁরা। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এই অবস্থা দেখা গেছে।

পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন গতবারের নির্বাচিত বিবি আয়েশা। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৬১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সীমা ত্রিপুরা আনারস প্রতীকে পেয়েছেন ৯১৬ ভোট।

একইভাবে ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে জবা ফুল প্রতীকে নির্বাচিত হয়েছেন কনিকা বড়ুয়া। তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৬ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহনাজ বেগম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ১ ভোট।

এ ছাড়া ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তৃতীয়বারের মতো নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আনোয়ারা বেগম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৬০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন আক্তার জবাফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট।

গত মঙ্গলবার রামগড় পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।

নির্বাচন অফিস সূত্রমতে, রামগড় পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৮৮৬ জন। মঙ্গলবার পৌরসভায় ৯টি ভোটকেন্দ্র ৬৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত