Ajker Patrika

আ.লীগে কোন্দল বাড়ছেই

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬: ১৫
আ.লীগে কোন্দল বাড়ছেই

মুন্সিগঞ্জে পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের একাংশ।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে এ অভিযোগ করেন শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুল। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াহিদুজ্জামান বাবুল অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পর থেকে অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর সাগর এলাকাজুড়ে অন্যায়-অত্যাচার এবং চাঁদাবাজি চালিয়ে আসছেন। এ পর্যন্ত অর্ধশত লোক তাদের মারধরের শিকার হয়েছেন। আর এসব অপরাধ কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছেন পৌর মেয়র ফয়সাল বিপ্লব। তাই সাগরের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ছাড়া হত্যাচেষ্টার মামলার আসামি হয়েও প্রকাশ্যে সব স্থানে ঘুরে বেড়াচ্ছেন কাউন্সিলর সাগর।

সংবাদ সম্মেলনে ওয়াহিদুজ্জামান বাবুল আরও বলেন, ওই কাউন্সিলরসহ পৌর মেয়রের অপরাধের বিষয়ে সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করায় ১৮ জানুয়ারি সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় থানায় অভিযোগ করা হলে পরদিন (বুধবার) মেয়রের নেতৃত্বে থানা ঘেরাও করে তাঁদের কর্মী-সমর্থকেরা।

এ অবস্থায় পরবর্তী সহিংসতার আশঙ্কায় এলাকাজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে পুলিশ-প্রশাসনের সহযোগিতা চান ওয়াহিদুজ্জামান বাবুল ও উপস্থিত নেতা-কর্মীরা।

এ বিষয় পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাগর বলেন, ‘বাবুল নিজেই একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। অভিযোগ সত্যি হলে তাঁর সঙ্গে এলাকার লোকজন থাকত। তিনি শহরের লোকজন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা ভিত্তিহীন ও বানোয়াট।’

তবে সংবাদ সম্মেলনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব। তিনি বলেন, ‘সাম্প্রতিক নানা রাজনৈতিক ইস্যুতে দ্বন্দ্বের জেরে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নিতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের অভিযোগ সত্য নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক হাসিব মো. রাফিউ, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত