Ajker Patrika

কাগজ দিয়ে মেঘ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মে ২০২২, ১১: ১০
কাগজ দিয়ে মেঘ বৃষ্টি

এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে হুড়মুড়িয়ে। জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে, তাই না? আচ্ছা, কেমন হয় যদি এই মেঘ ও বৃষ্টিকে দেয়ালে আটকে রাখা যায়?

এর জন্য খুব বেশি কিছু লাগবে না। শুধু রঙিন কাগজ, গ্লিটার পেপার, পেনসিল, মোটা কাগজের কার্টন, অ্যান্টিকাটার, গ্লু, কাঁচি হলেই মেঘ-বৃষ্টিকে দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে।

প্রথমে একটি নীল রঙের কাগজ একপাশ থেকে ভাঁজ করে নাও। সেখানে পেনসিল দিয়ে অনেক হৃদয় এঁকে নাও। এরপর কাঁচি দিয়ে সাবধানে সব হৃদয় কেটে নাও। এবার ছোট ও বড়, অর্থাৎ অসমান আকৃতির কয়েকটি চিকন দড়ি বা সুতা নাও। এরপর প্রতিটি সুতায় কেটে রাখা হৃদয়গুলো বসিয়ে গ্লু দিয়ে আটকে দাও। হয়ে গেল বৃষ্টি।

এবার মেঘ বানানোর পালা। বাসায় যদি মোটা কাগজ কিংবা কার্টন থাকে, তাহলে মেঘের মতো করে কেটে নাও। এটা অ্যান্টিকাটার দিয়ে কাটতে হবে। এবার একইভাবে নীল গ্লিটার পেপার কেটে নাও। কার্টনের ওপর মেঘের মতো করে কেটে নেওয়া নীল গ্লিটার পেপারটি আঠা দিয়ে লাগিয়ে নাও। এবার তার নিচে লাভ আকারের সুতাগুলো আঠা দিয়ে লাগিয়ে নাও। সবশেষে ওপরের দিকে সুতা লাগিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে দাও।

দেখো তো, এবার তোমার দেয়ালে মেঘ আর বৃষ্টি আটকে আছে কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত