Ajker Patrika

নুহাশপল্লীতে হ‌ুমায়ূন আহমেদকে স্মরণ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ১৭
নুহাশপল্লীতে হ‌ুমায়ূন আহমেদকে স্মরণ

নানা আয়োজনে গাজীপুরের নুহাশপল্লীতে পালন করা হলো নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন। গত শুক্রবার দিবাগত রাতে ও গতকাল শনিবার নানা কর্মসূচিতে লেখখকে স্মরণ করা হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেখকের পরিবার, স্বজন, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত ও পাঠকেরা।

গত শুক্রবার দিবাগত রাতে লেখকের সমাধিতে ১০৭৩টি মোমবাতি প্রজ্বলন করা হয়। শনিবার সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়।

হ‌ুমায়ূন আহমেদের স্বপ্ন বাস্তবায়নে নতুন কোনো প্রতিশ্রুতি নেই জানিয়ে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে যা খুশি তাই করা যাবে না। লেখকের সাহিত্যকর্ম নিয়ে শুদ্ধতম চর্চাটা যেন অব্যাহত থাকে।’

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত