বাসাইল প্রতিনিধি
বাসাইল উপজেলার কাঁচা-পাকা সড়ক অবৈধ ট্রাক্টরের দখলে চলে গেছে। বিকট গর্জনে ধুলোঝড় সৃষ্টি করে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন এসব যন্ত্রদানব। এসব ট্রাক্টরের বেপরোয়া গতি, বিকট শব্দ আর ধুলোবালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।
দেখা গেছে, চাষের জন্য আমদানি করা ট্রাক্টরে ট্রলি লাগিয়ে ইট, মাটি, গাছসহ নানা ভারী পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। এসব বাহনের নেই কোনো অনুমোদন। এ ছাড়া লাইসেন্সবিহীন শিশু-কিশোরেরাও চালাচ্ছে এসব বাহন।
প্রতিদিন উপজেলার বংশাই ও ঝিনাই নদীর পাড়সহ আবাদি জমির উপরিভাগ কেটে এসব অবৈধ যানে বহন করে পুকুর, খাল ও বসতভিটা ভরাট করা হচ্ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলতে থাকে। দিনের বেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে সড়কে চলাচল করতে পারে না।
পথচারী লিটন মিয়া বলেন, ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমতো চলাচল করা যায় না। ট্রাক্টর এলেই রাস্তা ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হয়। অনভিজ্ঞ ও কম বয়সী চালকেরা পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাসহ বসতবাড়ি ও জানমালের ক্ষতি করছে। সরকারের ভর্তুকি দেওয়া ট্রাক্টর দিয়ে জমি চাষ না করে মালামাল বহন করা হচ্ছে।
এসব অবৈধ যান বন্ধে বিভিন্ন স্থানে মিছিল, সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধে বাংলা ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে সে সবেও থেমে নেই অবৈধ বালু উত্তোলন ও বহন।
উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীসহ সবাই এই অবৈধ যান বন্ধে সরকারের উদ্যোগের দাবি জানান।
এ বিষয়ে বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কৃষিকাজে ব্যবহারের জন্য সরকার ৫০ ভাগ ভর্তুকি মূল্যের ট্রাক্টর ও পাওয়ার টিলার সরবরাহ করেছে। এগুলোর পেছনে ট্রলি ভ্যান লাগিয়ে মাটি, বালু, ইট, কাঠসহ ভারী পণ্য বোঝাই করে ক্ষিপ্রগতিতে বিকট শব্দে রাস্তায় ধুলোঝড় সৃষ্টি করে বেপরোয়া চলাচল করছে। এদের দাপটে এলাকায় থাকাই দায়। এদের অত্যাচার থেকে এলাকার মানুষ ও পরিবেশকে রক্ষার জন্য প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের যৌথ পদক্ষেপ নেওয়া জরুরি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন আজকের পত্রিকাকে বলেন, ট্রাক্টরচালিত পরিবহনের বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন বলেন, মাসিক সমন্বয় সভায় এসব লাইসেন্সবিহীন অবৈধ ট্রাক্টর বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মালিকসহ অদক্ষ বেশ কিছু চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। এসব অবৈধ ট্রাক্টর বন্ধে আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাসাইল উপজেলার কাঁচা-পাকা সড়ক অবৈধ ট্রাক্টরের দখলে চলে গেছে। বিকট গর্জনে ধুলোঝড় সৃষ্টি করে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন এসব যন্ত্রদানব। এসব ট্রাক্টরের বেপরোয়া গতি, বিকট শব্দ আর ধুলোবালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।
দেখা গেছে, চাষের জন্য আমদানি করা ট্রাক্টরে ট্রলি লাগিয়ে ইট, মাটি, গাছসহ নানা ভারী পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। এসব বাহনের নেই কোনো অনুমোদন। এ ছাড়া লাইসেন্সবিহীন শিশু-কিশোরেরাও চালাচ্ছে এসব বাহন।
প্রতিদিন উপজেলার বংশাই ও ঝিনাই নদীর পাড়সহ আবাদি জমির উপরিভাগ কেটে এসব অবৈধ যানে বহন করে পুকুর, খাল ও বসতভিটা ভরাট করা হচ্ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলতে থাকে। দিনের বেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে সড়কে চলাচল করতে পারে না।
পথচারী লিটন মিয়া বলেন, ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমতো চলাচল করা যায় না। ট্রাক্টর এলেই রাস্তা ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হয়। অনভিজ্ঞ ও কম বয়সী চালকেরা পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাসহ বসতবাড়ি ও জানমালের ক্ষতি করছে। সরকারের ভর্তুকি দেওয়া ট্রাক্টর দিয়ে জমি চাষ না করে মালামাল বহন করা হচ্ছে।
এসব অবৈধ যান বন্ধে বিভিন্ন স্থানে মিছিল, সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধে বাংলা ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে সে সবেও থেমে নেই অবৈধ বালু উত্তোলন ও বহন।
উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীসহ সবাই এই অবৈধ যান বন্ধে সরকারের উদ্যোগের দাবি জানান।
এ বিষয়ে বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কৃষিকাজে ব্যবহারের জন্য সরকার ৫০ ভাগ ভর্তুকি মূল্যের ট্রাক্টর ও পাওয়ার টিলার সরবরাহ করেছে। এগুলোর পেছনে ট্রলি ভ্যান লাগিয়ে মাটি, বালু, ইট, কাঠসহ ভারী পণ্য বোঝাই করে ক্ষিপ্রগতিতে বিকট শব্দে রাস্তায় ধুলোঝড় সৃষ্টি করে বেপরোয়া চলাচল করছে। এদের দাপটে এলাকায় থাকাই দায়। এদের অত্যাচার থেকে এলাকার মানুষ ও পরিবেশকে রক্ষার জন্য প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের যৌথ পদক্ষেপ নেওয়া জরুরি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন আজকের পত্রিকাকে বলেন, ট্রাক্টরচালিত পরিবহনের বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন বলেন, মাসিক সমন্বয় সভায় এসব লাইসেন্সবিহীন অবৈধ ট্রাক্টর বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মালিকসহ অদক্ষ বেশ কিছু চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। এসব অবৈধ ট্রাক্টর বন্ধে আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪