Ajker Patrika

মানব পাচার রোধে চার জেলায় কনসার্ট

মানব পাচার রোধে চার জেলায় কনসার্ট

গত বছর থেকেই স্টেজ শোয়ে প্রাণ ফিরেছে। একের পর এক কনসার্টে অংশ নিয়েছে ব্যান্ডগুলো। সে ধারা অব্যাহত রয়েছে এখনো। মাঝে রোজার সময় কনসার্ট বন্ধ থাকলেও ঈদের পর থেকে স্টেজে আবার শুরু হয়েছে ব্যস্ততা। আজ থেকে শুরু হচ্ছে মানব পাচার রোধের বার্তা নিয়ে চারটি কনসার্ট। চার জেলায় অনুষ্ঠিত হবে এই কনসার্টগুলো।

বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘আশ্বাস’ নামের একটি প্রকল্প পরিচালনা করছে উইনরক ইন্টারন্যাশনাল। দেশের ১৫টি জেলায় এর কার্যক্রম বিস্তৃত। এই প্রকল্পের অংশ হিসেবেই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার মানব পাচার রোধের বার্তা নিয়ে চারটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

আজ প্রথম দিন কনসার্ট অনুষ্ঠিত হবে খুলনার হাদিস পার্কে। এতে গান পরিবেশন করবেন চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফরেন্ট টাচ’। এরপর ৭ মে সাতক্ষীরার সরকারি বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আয়োজন। সেদিন গান পরিবেশন করবেন সন্দীপন ও চন্দনা মজুমদার। এই ধারাবাহিকতায় ১০ মে যশোরের টাউন হল মাঠে কনসার্ট মাতাবেন সন্দীপন ও জলের গান ব্যান্ড। সবশেষ ১৪ মে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচে শেষ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ ও ‘মাদল’।

দলছুটের বাপ্পা মজুমদার, চন্দনা মজুমদার ও সন্দীপন।প্রতিটি কনসার্টে গানের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও তাদের জন্য চলমান সেবা কার্যক্রমবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি কনসার্ট শুরু হবে বেলা ৩টায়। একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কনসার্ট সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত