Ajker Patrika

কালিহাতীতে ভাশুরের যাবজ্জীবন

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭: ১১
কালিহাতীতে ভাশুরের যাবজ্জীবন

ছোট ভাইয়ের স্ত্রী হত্যার ঘটনায় ভাশুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার উত্তর পৌলী গ্রামের বাসিন্দা ফরমান আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০০৬ সালে কালিহাতী উপজেলার উত্তর পৌলী এলাকায় ডিশ লাইনের তাঁর চুরির ঘটনায় সালিস বৈঠকে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা জোগাড় করতে ছোট ভাই নুর ইসলামের স্ত্রী আছিয়া বেগমের কাছে যান ফরমান আলী। কিন্তু আছিয়া বেগম টাকা ধার দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ বা না কিছুই বলেননি। বার কয়েক গেলেও একই আচরণ করেন আছিয়া। এতে ক্ষুব্ধ হয়ে ২০০৬ সালের ১ আগস্ট সকালে ছোট ভাইয়ের স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ফরমান। এ ঘটনার পরই নিহতের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। নিহত আছিয়া বেগমের মামা মো. রজব আলী হত্যাকাণ্ডের পরের দিন কালিহাতী থানায় হত্যা মামলা করেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামীম চৌধুরী দয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত