Ajker Patrika

মামলার তদন্তে ধীরগতি

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
মামলার তদন্তে ধীরগতি

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর (৪৫) লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্তে চলছে ধীরগতি। তিন দফা তদন্ত কর্মকর্তা বদল হলেও এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।

জানা যায়, গত ১০ এপ্রিল সকালে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নেতা মাসুদ রানার শহরের বাসা থেকে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। পরে নিহতের স্ত্রী বীথি বেগম সদর থানায় মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে একটি করেন। ঘটনার দিনই মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। অপর দুই আসামি হচ্ছেন শহরের স্টেশন রোডের জুতা ব্যবসায়ী রুমেল হক ও খলিলুর রহমান।

এদিকে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেছেন। গত ৭ নভেম্বর গাইবান্ধা সদর আমলি আদালতে এই মামলা করা হয়। মামলায় মাসুদ রানা ও তিন পুলিশ কর্মকর্তাসহ ছয়জনকে আসামি করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নওসাদুজ্জামান বলেন, একই ঘটনায় সদর থানায় করা মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এই মামলার কার্যক্রম শুরু হবে। তাই আদালত মামলাটি মুলতবি করেছেন।

মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, তিনি ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছেন। ভিসেরা রিপোর্ট পাননি। রিপোর্ট পেলে আদালতে অভিযোগপত্র জমা দেবেন। তবে তদন্তের অন্য কাজগুলো সম্পন্ন করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসানুল করিম বলেন, ‘অভিযোগপত্র দিতে বিলম্ব করলে সাক্ষীরা ঘটনা ভুলে যাবে। সাক্ষী মারাও যেতে পারে। আলামত নষ্ট হবে। যথাসময়ে সাক্ষী গ্রহণ না হলে ন্যায়বিচার বিঘ্নিত হবে। বিলম্ব হবে বিচারকাজও।’

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। এ ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট এবং আরও কিছু তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। যাতে ঘটনাটি আদালতে যথাযথভাবে প্রমাণ হয় এবং প্রকৃত অপরাধীদের বিচার হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত