Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ০৩
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ায় সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান ট্রাভেলস পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় দীর্ঘ ১ ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সংবাদ পেয়ে বিমানবন্দর থানার ওসি কমলেস চন্দ্র হালদার ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং সড়কে স্পিড ব্রেকার দেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন বলে জানান।

পরে থানা-পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানতে পারেনি থানা-পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত