Ajker Patrika

জোড়াতালির সেতুতে ঝুঁকি

মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ)
আপডেট : ২২ জুন ২০২২, ১২: ৫৩
জোড়াতালির সেতুতে ঝুঁকি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-মাওয়া সড়কে টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার সংযোগ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেতুজুড়ে অসংখ্য জোড়াতালি। এখন আবার পাশের প্লেট খুলে ফাঁকা হয়ে আছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলের ধীরগতিতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দ্রুত সেতুটি সংস্কার এবং পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী ও যানবাহনচালকদের।

স্থানীয়রা বলেন, সেতুটির বিভিন্ন স্থানে জোড়াতালি রয়েছে এবং লোহার প্লেট পড়ে গিয়ে ফাঁকা হয়ে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। মালবাহী ট্রাক অতিক্রম করার সময় সেতুটি কাঁপতে থাকে।

পথচারী জসিম উদ্দিন বলেন, হেঁটে সেতুটি পার হওয়ার সময় পা ফাঁকে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধান প্রয়োজন।

রিকশাচালক জামাল বলেন, সেতুর পাটাতন ভাঙার কারণে লোহার প্লেটের ফাঁকে পড়ে টায়ার কেটে যায়। এতে গাড়ির টায়ার নষ্ট হয়। পাটাতন ভেঙে ফাঁকা হয়ে আছে। এটা খুবই বিপজ্জনক।

স্থানীয় বাসিন্দা সুজন কবির বলেন, সেতুটি দিয়ে গাছের ট্রাক চলাচল করে। যেখানে পাঁচ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ, সেখানে ১৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল করছে।

ট্রাকচালক শাহাবুদ্দিন বলেন, গত ১৮ মার্চ রাতে মালবাহী ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এই সেতুতে উঠলে বুক কাঁপতে থাকে, না জানি কখন ভেঙে যায়।

মুন্সিগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লোক পাঠিয়ে আমরা সংস্কারের ব্যবস্থা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত