Ajker Patrika

সিরিয়ালের জুটি সিনেমায়

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯: ০১
সিরিয়ালের জুটি সিনেমায়

‘মোহর’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন সোনামণি সাহা ও প্রতীক সেন। এই জুটিকে খুবই পছন্দ করেছিলেন দর্শক। ধারাবাহিকের হাত ধরে এই দুই অভিনেতা-অভিনেত্রী সহজেই পৌঁছে গিয়েছিলেন দর্শকের ড্রয়িংরুমে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি হয়ে ওঠেন তাঁরা। তবে ‘মোহর’-এর গল্প ফুরিয়েছে। এবার আর ছোট পর্দায় নয়, এ জুটিকে দেখা যাবে বড় পর্দায়।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘বেডরুম’। এর ঠিক ১০ বছর পর আবার ফিরছেন প্রযোজক রানা সরকার ও নির্মাতা মৈনাক ভৌমিক। ‘বেডরুম’ সিনেমায় শহরে বেঁচে থাকা কিছু মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়েছিল। সিনেমার শেষে কেউ ঘুরে দাঁড়ায়, কেউবা হারিয়ে যায়। ২০২২ সালে তেমনই কিছু মানুষের গল্প নিয়ে ফিরছেন মৈনাক।

আর এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ছোট পর্দার হিট জুটি প্রতীক সেন ও সোনামণি সাহাকে। সিনেমাতেও কি তাঁরা প্রেম করবেন, নাকি চরিত্রে রয়েছে অন্য কোনো টুইস্ট, সেটা আপাতত ভাঙছেন না নির্মাতা। প্রতীক-সোনামণি ছাড়াও এ সিনেমার আরেক আকর্ষণ প্রিয়াঙ্কা সরকার। বিশেষ চরিত্রে অভিনয় করবেন দেবাশিস মণ্ডল।

‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে সপ্তর্ষি মৌলিকের সঙ্গে জুটি বেঁধেছেন সোনামণি সাহা। দুই জুনিয়র ডাক্তারের দ্বৈরথের গল্প এই ধারাবাহিক। অন্যদিকে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে এক জনপ্রিয় গায়কের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন। সেই গায়কের জীবনের গল্প নিয়েই এই ধারাবাহিক। প্রতীক এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে এটাই সোনামণির প্রথম সিনেমা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, এই রোমান্টিক জুটিকে পর্দায় মিস করেন দর্শক। মোহর ও শঙ্খর রসায়ন ফের পর্দায় দেখতে উদগ্রীব তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত