Ajker Patrika

চেয়ারম্যান পদে টানা সপ্তমবার জয়

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ৪১
চেয়ারম্যান পদে টানা সপ্তমবার জয়

টানা সপ্তমবারের মতো চেয়ারম্যান পদে জয়ের রেকর্ড গড়েছেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান হাওলাদার। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়ে এই রেকর্ড গড়েন তিনি।

গত ৩৪ বছর ধরে একই ইউপি চেয়ারম্যানের পদ দখল করে আছেন তিনি। ২৮ নভেম্বর ইউপি চেয়ারম্যান পদে টেবিল ফ্যান প্রতীকে ২ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাম হাওলাদার অটোরিকশা প্রতীকে ২ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ বার চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করে জনমনে স্থান করে নিয়েছেন মজিবর রহমান হাওলাদার। জেলা সদর থেকে বেশ দূরে ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে শিরখাড়া এলাকাটি চরমপন্থীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। তিনি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজে হাত দেন তিনি। এখন এলাকাটি প্রায় চরমপন্থী মুক্ত ও সাধারণ মানুষের বসবাসের উপযোগী বলা চলে। কাজ দিয়ে জনগণের মনে স্থান করে নিয়েছেন তিনি।

স্থানীয় লোকমান হোসেন নামে একজন বলেন, ‘আমরা চেয়ারম্যান হিসেবে তাঁকেই (মজিবর হাওলাদার) চাই। কিছু লোক প্রতি বছরই তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করেন। টানা ৭টি নির্বাচনে মজিবর রহমানই চেয়ারম্যান হয়ে আসছেন। যদি তিনি এমনই থাকেন, তাহলে তাঁকে আমরা আমরণ চেয়ারম্যান হিসেবে চাই।’

ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার বলেন, ‘আমি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। প্রায় ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত