Ajker Patrika

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ জুন ২০২৫, ১০: ৫৬
অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। ছবি: সংগৃহীত
অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। ছবি: সংগৃহীত

কলকাতার সাউথ কলকাতা ল কলেজ ক্যাম্পাসে ২৪ বছর বয়সী এক আইনের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার (২৫ জুন) রাতে কলেজ প্রাঙ্গণের গার্ডরুমে তিন যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন। তাঁদের মধ্যে অন্যতম একজন কলেজের তৃণমূলের ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

পুলিশের কাছে করা অভিযোগে ছাত্রীটি জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) বৈঠক শেষে ‘জে’, ‘এম’ ও ‘পি’ নামের তিন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। এরপর ‘এম’ ও ‘পি’ তাঁকে একটি কক্ষে আটকে রেখে ‘জে’র সঙ্গে একা করে দেন। ছাত্রীটি বারবার অনুনয়-বিনয় করেও নিজেকে রক্ষা করতে পারেননি।

তিনি লিখেছেন, ‘আমি কাঁদছিলাম, বলছিলাম ছেড়ে দাও, আমি রিলেশনশিপে আছি... আমি পা ছুঁয়ে বলেছি, কিন্তু তবুও ছাড়েনি।’

ধর্ষণের শিকার ওই তরুণী বলেন, ‘ধর্ষণের সময় শ্বাসকষ্ট শুরু হলে আমি ইনহেলার চাই। তখন ‘‘জে’’ অপর দুই অভিযুক্ত ব্যক্তিকে ডাক দিলে একজন ইনহেলার এনে দেয়। ইনহেলার নেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখন আবার আমাকে ধরে ফেলে তারা।’ এরপর তাঁকে গার্ডরুমে নিয়ে যাওয়া হয়, যেখানে নিরাপত্তারক্ষীকে জোর করে বের করে দেওয়া হয়েছিল।

ওই তরুণী মামলার এজাহারে আরও বলেন, ‘গার্ডরুমে নিয়ে গিয়ে ‘‘জে’’ আমাকে ধর্ষণ শুরু করে। আমি বাধা দিলে সে ব্ল্যাকমেল করে। পরিবার ও প্রেমিককে মেরে ফেলার হুমকি দেয়। ধর্ষণের সময় ‘‘এম’’ ও ‘‘পি’’ পাশেই চুপ করে দাঁড়িয়ে দেখছিল। এমনকি একটি হকিস্টিক দিয়ে আমার মাথায় আঘাতও করা হয়।’

মুখ না খুলতে নানা হুমকি দিয়ে রাত ১০টা ৫০ মিনিটে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, ‘আজ আমি সাহস পেয়েছি...। আমি একজন আইনের ছাত্রী, আজ আমি নিজেই ভুক্তভোগী। আমি চাই ন্যায়বিচার হোক, দ্রুত হোক।’

এ ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং রাজ্যের ক্ষমতাসীন দল তাঁকে রক্ষা করার চেষ্টা করছে। এমনকি মনোজিতের তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

তবে তৃণমূল কংগ্রেস প্রথম প্রতিক্রিয়ায় বলেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দলের ছাত্রসংগঠনের যোগাযোগ থাকলেও তাঁকে কোনোভাবেই রক্ষা করা হবে না। দল জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি যেন কঠিন শাস্তি পান, তা নিশ্চিত করা হবে।

কলকাতাবাসী আর জি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও ঘটল এমন ঘটনা। সর্বশেষ খবর অনুযায়ী, অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত