Ajker Patrika

পেঁয়াজের দাম কমেছে চাষে অনীহা কৃষকের

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
পেঁয়াজের দাম কমেছে চাষে অনীহা কৃষকের

পেঁয়াজের দাম কমে যাওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাষিরা পড়েছেন বিপাকে। প্রতিবছর যেখানে এ সময় ১ মণ পেঁয়াজ বিক্রি হতো ২ হাজার ২০০ টাকায়, এবার সেখানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়। একদিকে উৎপাদনখরচ বৃদ্ধি, অন্যদিকে দাম কমে যাওয়ায় কৃষকেরা বলছেন তাঁরা আর পেঁয়াজ চাষ করবেন না।

উপজেলার কৃষকেরা জানিয়েছেন, এ বছর প্রতিমণ পেঁয়াজ চাষে খরচ হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। ন্যায্যমূল্য না পেয়ে পেঁয়াজ মজুত রাখতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ থেকে ৬০০ টাকায়; কিন্তু প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এতে কৃষকদের লোকসান হচ্ছে।

কৃষকেরা আরও জানান, জ্বালানি তেল, সার, কীটনাশক ও বীজসহ সব সামগ্রীর দাম বেশি। অন্যদিকে তাঁরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এতে কৃষকেরা পরিবার-পরিজন নিয়ে চরম হতাশায় ভুগছেন। এভাবে চলতে থাকলে চাষাবাদ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

তাঁদের দাবি, কৃষক বাঁচাতে হলে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে অন্তত ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করতে হবে। 
উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয় মাঠে পেঁয়াজের সাপ্তাহিক হাটে গত রোববার সকালে এই সাপ্তাহিক হাটে গিয়ে কৃষক, ব্যবসায়ী ও হাট পরিচালনা পরিষদের সঙ্গে কথা বলে জানা গেছে, মান ও আকারভেদে প্রতিমণ বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় অথচ উৎপাদন খরচ ১ হাজার ৪০০ থেকে ৬০০ টাকা। ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ৫০০ টাকায় আর পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬-১০ হাজার টাকায়।

এ বিষয়ে হাটে আসা কৃষক মো. পলাশ বিশ্বাস বলেন, ‘ছোট পেঁয়াজ বিক্রি করেছি ১ হাজার ৩৫০ টাকা মণ, আর বড় পেঁয়াজ বিক্রি করেছি ১ হাজার ১০০ টাকা মণ। এতে প্রতিমণে ২০০ থেকে ৩০০ টাকা লোকসান হয়েছে। এ বছর তিনবিঘা জমিতে পেঁয়াজ চাষে প্রায় ২ লাখ টাকা লোকসান হয়েছে। নিয়ত করেছি আর পেঁয়াজ চাষ করব না।’

আরেক কৃষক মসলেম উদ্দিন বলেন, ‘সবকিছুর দাম বেশি। পেঁয়াজের দাম নেই। আমি একজন বড় কৃষক। আমারই বুক ধড়ফড় করছে। তা হলে অন্যদের কী অবস্থা বলুন। প্রায় ১০ মণ পেঁয়াজ বিক্রি করে ১ কেজি বীজ কিনতে হচ্ছে। এভাবে চললে চাষিরা বাঁচবে না।’

হাটে পেঁয়াজ কিনতে এসেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্যবসায়ী মো. আবু বক্কর বিশ্বাস। তিনি বলেন, ‘কৃষকেরা এবার শেষ। প্রতিবার এ সময় ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হতো; কিন্তু এবার দাম নেই। কৃষকদের সঙ্গে আমাদেরও লোকসান হচ্ছে। মানুষ আর পেঁয়াজ লাগাবে না।’

এ বিষয়ে চৌরঙ্গী হাট পরিচালনা পরিষদের সভাপতি মো. করিম মণ্ডল বলেন, আকারভেদে প্রতিমণ বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ছোট পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ থেকে ৫০০ টাকায়। হাটে প্রায় ৬ হাজার মণ পেঁয়াজ আমদানি হয়েছে। দামে কৃষকেরা চরম অখুশি। দাম অন্তত ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা হলে কৃষকেরা লাভবান হতেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, এ বছর উপজেলায় পাঁচ হাজার ৩০০ হেক্টর জমিতে প্রায় ৮০ হাজার ৩০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আর ৪ হেক্টর জমিতে প্রায় ৭ মেট্রিক টন বীজ উৎপাদন হয়েছে। পেঁয়াজ চাষিরা এবার তুলনামূলকভাবে দাম কম পাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত